ঢাকা , সোমবার, ০৪ অগাস্ট ২০২৫ , ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাঙামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন মেহেরপুরে মা ও সাধনা দুস্থ নারী কল্যাণ সংস্থার সভানেত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ কিশোরগঞ্জে সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির গ্রেফতারে স্বস্তিতে এলাকাবাসী বরগুনা জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে অভিভাবক সমাবেশ জুলাইয়ের মায়েরা গাজীপুরে একই দিনে দলিল লিখক পিতা পুত্রের মৃত্যুতে শোকের ছায়া মাগুরায় দীর্ঘ ১৬ বছরে আমি নিজ এলাকায় কাজ করার সুযোগ পাইনি রেলওয়ে ধ্বংসের চক্রান্ত ফ্লাইট এক্সপার্ট, অনলাইন ট্রাভেল এজেন্সির প্রতারণা সোনারগাঁওয়ে বিকল্প সড়ক তলিয়ে যাওয়ায় মানুষ চলাচলে চরম ভোগান্তি ই-রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বাংলাদেশকে ১৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ডিএসইতে লেনদেন ছাড়ালো ১১০০ কোটি টাকা গাজা যুদ্ধ বন্ধের দাবিতে অস্ট্রেলিয়ায় লাখো মানুষের বিক্ষোভ রাশিয়ায় ৬০০ বছর পর বিরল অগ্ন্যুৎপাতের জেরেই ভূমিকম্প কৃষ্ণ সাগরের কাছে রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা তবুও কাটছে না খাদ্য সংকট চুয়ামেনিকে ছাড়ছে না রিয়াল, ফিরিয়ে দিল হাজার কোটির প্রস্তাব ডি ভিলিয়ার্সের সেঞ্চুরির হ্যাটট্রিকে শিরোপা দক্ষিণ আফ্রিকার শেষ বলে রুদ্ধশ্বাস জয়: পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতায় ওয়েস্ট ইন্ডিজ

চুয়ামেনিকে ছাড়ছে না রিয়াল, ফিরিয়ে দিল হাজার কোটির প্রস্তাব

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৭:২৬:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৭:২৬:৩৭ অপরাহ্ন
চুয়ামেনিকে ছাড়ছে না রিয়াল, ফিরিয়ে দিল হাজার কোটির প্রস্তাব
ইউরোপিয়ান ফুটবলের গ্রীষ্মকালীন দলবদল বাজারে অন্যতম আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন রিয়াল মাদ্রিদের ফরাসি ডিফেন্সিভ মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি। ইংলিশ ক্লাব আর্সেনাল তার জন্য প্রায় ৭৫ মিলিয়ন ইউরো, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৫০ কোটি টাকার প্রস্তাব পাঠালেও তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে রিয়াল মাদ্রিদ। সাম্প্রতি ইউরোপীয় সংবাদমাধ্যমের খবরে এমন তথ্য উঠে এসেছে।
রিয়াল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, চুয়ামেনি তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ, এবং তাকে বিক্রি করার কোনো সম্ভাবনা নেই। এমনকি প্রতি মাসে তার পেছনে ১৭৫ কোটি টাকার মতো খরচ হলেও, ফরাসি এই মিডফিল্ডারকে ধরে রাখার ব্যাপারে তারা অনড়।
আর্সেনালের কোচ মিকেল আর্তেতা দীর্ঘদিন ধরেই চুয়ামেনির খেলার প্রতি আগ্রহী। মোনাকোতে থাকাকালীন সময় থেকেই তার ওপর নজর ছিল আর্সেনালের। তাই এবার টাকার থলেই দিয়ে রিয়ালের দরজা কড়ায় কড়ায় নাড়তে চেয়েছে তারা। কিন্তু লস ব্ল্যাঙ্কোসদের সাফ জবাব-চুয়ামেনি এখনই বিক্রির জন্য নয়।
রিয়ালের ঘরভাঙার চেষ্টায় কাদের ভূমিকা রয়েছে তা নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। তবে ধারণা করা হচ্ছে, একাধিক ইংলিশ ক্লাব এই ফ্রেঞ্চ মিডফিল্ডারকে দলে ভেড়াতে আগ্রহী। তবু চুয়ামেনিকে ঘিরে কোনো ধরণের আলোচনা কিংবা দরকষাকষিতে রাজি নয় মাদ্রিদের রাজারা।
তবে এই মুহূর্তে দলবদলের বাজারে কিছু জটিলতার মধ্যেও পড়েছে রিয়াল মাদ্রিদ। দল ভারসাম্য রক্ষায় কিছু খেলোয়াড় বিক্রির পরিকল্পনা থাকলেও, অধিকাংশ ফুটবলার ক্লাব ছাড়তে আগ্রহ দেখাচ্ছেন না। ক্লাবের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলেও সাড়া মিলছে না। এদিকে ক্লাবের অর্থনৈতিক কাঠামো হালকা করতে ফুটবলার বিক্রি করাটা রিয়ালের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
দলের ভবিষ্যৎ পরিকল্পনায় সবচেয়ে বড় জায়গা নিয়ে আছেন কিলিয়ান এমবাপ্পে। আক্রমণভাগে তাকে কেন্দ্র করেই ভবিষ্যৎ গড়তে চায় ক্লাব। এই জায়গায় শাবি আলোনসোর কৌশল স্পষ্ট-এন্ড্রিক অথবা গঞ্জালো গার্সিয়ার মধ্যে একজনকে নিয়ে এগিয়ে যেতে হবে। ফলে দুজনের মধ্যে খুব শিগগিরই একজনের অধ্যায় হয়তো শেষ হতে চলেছে সান্তিয়াগো বার্নাব্যুতে।
এছাড়া ৩৩ বছর বয়সী ডিফেন্ডার ডেভিড আলাবা এবং ফরল্যান্ড মেন্ডির ক্ষেত্রেও জটিলতা তৈরি হয়েছে। আলাবার উচ্চ পারিশ্রমিক এবং বয়স নিয়ে রিয়াল চিন্তিত। আর মেন্ডিকে রাখার বিষয়ে দ্বিধায় রয়েছে ক্লাব ম্যানেজমেন্ট। বিক্রি না করলেও তাকে ভবিষ্যতের পরিকল্পনায় রাখার পক্ষে নয় তারা।
সব মিলিয়ে দলবদলের এই গ্রীষ্মে মাদ্রিদের ক্লাবটিতে চলছে ভারসাম্যের লড়াই-একদিকে তারকা ধরে রাখার সংকল্প, অন্যদিকে অর্থনৈতিক চাপ ও ভবিষ্যৎ পরিকল্পনা। এর মাঝেই চুয়ামেনিকে নিয়ে ইংলিশ ক্লাবগুলোর আগ্রহ এই নাটকীয়তার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স