টি-টোয়েন্টির মঞ্চে রুদ্ধশ্বাস লড়াইয়ের এক নজির স্থাপন করলো ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। ফ্লোরিডায় অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শেষ বলে ৪ মেরে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের বন্দরে পৌঁছে দিলেন জেসন হোল্ডার। এতে সিরিজে ফিরলো সমতা-একদল ফিরল আত্মবিশ্বাসে, আরেকদল ডুবলো হতাশায়। গত শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। কিন্তু ব্যাট হাতে দলটি হতাশ করেই মাঠ ছাড়ে। নির্ধারিত ২০ ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় মাত্র ১৩৩/৯। সবচেয়ে উজ্জ্বল ছিলেন হাসান নওয়াজ, ২৩ বলে ৪০ রানের ইনিংস খেলে। তার সঙ্গে অধিনায়ক সালমান আলি আগা করেন ৩৮ রান। বাকি ব্যাটারদের মধ্যে কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি-৮ জন ব্যাটারের রান ছিল এক অঙ্কের ঘরে। ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণে নেতৃত্ব দেন জেসন হোল্ডার। মাত্র ১৯ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট, যা তাকে দেশের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি (৮১ উইকেট) করে তোলে। তাকে সহায়তা করেন গুদাকেশ মতি, যিনি ২টি উইকেট নেন।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের তিন স্পিনার-মোহাম্মদ নওয়াজ, সুফিয়ান মুকিম ও সাইম আইয়ুব মিলে ১২ ওভারে ৫৩ রানে ৬ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে অচল করে দেন। ৬.২ ওভার থেকে ১৪.৫ ওভার পর্যন্ত ক্যারিবীয় ব্যাটাররা একটি বাউন্ডারিও মারতে পারেনি। নওয়াজ ১৪ রানে ৩ উইকেট, সাইম ২০ রানে ২ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ১৪তম ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল মাত্র ৯৭/৭।
জয়ের জন্য শেষ তিন ওভারে দরকার ছিল ৩৬ রান। তখন উইকেটে ছিলেন হোল্ডার ও রোমারিও শেফার্ড। আফ্রিদির ১৮তম ওভারে আসে একটি ছক্কা ও এক চারে ১২ রান। এরপর হাসান আলীর ওভারে ১৬ রান তুলে ম্যাচে ফেরে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন পড়ে ৮ রান। আফ্রিদি প্রথম ৫ বলে দেন মাত্র ৪ রান ও শেফার্ডকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন। সমীকরণ দাঁড়ায় ১ বলে ৩ রানের। তখন আফ্রিদি দিয়ে বসেন একটি ওয়াইড-শেষ বলে দরকার পড়ে ২। আর সেই শেষ বলে হোল্ডার ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে বল পাঠান বাউন্ডারিতে। ওয়েস্ট ইন্ডিজ পায় কাক্সিক্ষত জয়। বল হাতে ৪ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে দলকে জেতানো হোল্ডারের এই অলরাউন্ড পারফরম্যান্স তাকে শুধু ম্যাচসেরা বানায়নি, বরং ক্যারিবীয়দের দীর্ঘ ৬ ম্যাচ পর টি-টোয়েন্টিতে জয়ের মুখ দেখিয়েছে। একই সঙ্গে তিনি পেয়ে গেছেন দেশের ইতিহাসে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি উইকেটশিকারির রেকর্ড।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ১৩৩/৯ (২০ ওভারে)
হাসান ৪০, সালমান ৩৮; হোল্ডার ৪/১৯, মতি ২/৩৯
ওয়েস্ট ইন্ডিজ: ১৩৫/৮ (২০ ওভারে)
মতি ৩০, হোল্ডার ১৬॥; নওয়াজ ৩/১৪, সাইম ২/২০
ম্যাচসেরা: জেসন হোল্ডার
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

শেষ বলে রুদ্ধশ্বাস জয়: পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতায় ওয়েস্ট ইন্ডিজ
- আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৭:২৫:৩০ অপরাহ্ন
- আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৭:২৫:৩০ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ