ঢাকা , সোমবার, ০৪ অগাস্ট ২০২৫ , ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাঙামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন মেহেরপুরে মা ও সাধনা দুস্থ নারী কল্যাণ সংস্থার সভানেত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ কিশোরগঞ্জে সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির গ্রেফতারে স্বস্তিতে এলাকাবাসী বরগুনা জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে অভিভাবক সমাবেশ জুলাইয়ের মায়েরা গাজীপুরে একই দিনে দলিল লিখক পিতা পুত্রের মৃত্যুতে শোকের ছায়া মাগুরায় দীর্ঘ ১৬ বছরে আমি নিজ এলাকায় কাজ করার সুযোগ পাইনি রেলওয়ে ধ্বংসের চক্রান্ত ফ্লাইট এক্সপার্ট, অনলাইন ট্রাভেল এজেন্সির প্রতারণা সোনারগাঁওয়ে বিকল্প সড়ক তলিয়ে যাওয়ায় মানুষ চলাচলে চরম ভোগান্তি ই-রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বাংলাদেশকে ১৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ডিএসইতে লেনদেন ছাড়ালো ১১০০ কোটি টাকা গাজা যুদ্ধ বন্ধের দাবিতে অস্ট্রেলিয়ায় লাখো মানুষের বিক্ষোভ রাশিয়ায় ৬০০ বছর পর বিরল অগ্ন্যুৎপাতের জেরেই ভূমিকম্প কৃষ্ণ সাগরের কাছে রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা তবুও কাটছে না খাদ্য সংকট চুয়ামেনিকে ছাড়ছে না রিয়াল, ফিরিয়ে দিল হাজার কোটির প্রস্তাব ডি ভিলিয়ার্সের সেঞ্চুরির হ্যাটট্রিকে শিরোপা দক্ষিণ আফ্রিকার শেষ বলে রুদ্ধশ্বাস জয়: পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতায় ওয়েস্ট ইন্ডিজ

নিজেকে ছাড়িয়ে যেতে চান দানি ওলমো

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৬:৫৫:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৬:৫৯:৫১ অপরাহ্ন
নিজেকে ছাড়িয়ে যেতে চান দানি ওলমো
লা লিগায় অভিষেক মৌসুমেই দারুণ পারফরম্যান্সের পর আরও বড় কিছু অর্জনের প্রত্যাশায় নতুন মৌসুম শুরু করতে যাচ্ছেন বার্সেলোনার মিডফিল্ডার দানি ওলমো। ব্যক্তিগত পারফরম্যান্সের উন্নতি ও দলগত সাফল্যের পুনরাবৃত্তি-দুই লক্ষ্য সামনে রেখেই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন এই স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার।
বার্সেলোনার যুব অ্যাকাডেমি থেকে উঠে আসা ওলমো ইউরোপিয়ান ফুটবলে নিজের অবস্থান গড়ে তোলেন ক্রোয়েশিয়ার ক্লাব দিনামো জাগরেবে। এরপর খেলেছেন জার্মানির লাইপজিগে। সেখান থেকেই ২০২৪ সালের অগাস্টে ফিরে আসেন কাতালান ক্লাবে। তবে শুরুটা সহজ ছিল না তার জন্য। নিবন্ধন জটিলতার কারণে লা লিগার প্রথম দিকের বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি।
পরে সেই বাধা কাটিয়ে দুর্দান্ত ফর্মে ফিরেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার। গত মৌসুমে লা লিগায় ১০টি গোলসহ সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ১২টি গোল করেন তিনি, সঙ্গে যুক্ত করেন ৭টি অ্যাসিস্ট।
বর্তমানে বার্সেলোনা এশিয়া সফরে রয়েছে প্রাক-মৌসুম প্রস্তুতিতে। সেখানেই স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে দানি ওলমো জানান, তার লক্ষ্য অন্তত দুই অঙ্কের গোল করা, এবং সম্ভব হলে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ গোল স্পর্শ করা। ওলমোর ভাষায়, “২০ গোল করতে পারলে মৌসুমটা সফল বলা যাবে।”
পেছনের মৌসুমে বার্সেলোনাও দলগতভাবে ছিল দুর্দান্ত ছন্দে। স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে এবং লা লিগা-তিনটি শিরোপাই জেতে ক্লাবটি। একই মৌসুমে চারবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়ে প্রতিবারই জয়ী হয় বার্সেলোনা। সেইসঙ্গে উঠে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালেও।
তবে এত সাফল্যের পর নতুন মৌসুমে প্রত্যাশার চাপ ও প্রতিদ্বন্দ্বিতা আরও কঠিন হবে বলেই মনে করেন ওলমো। ইয়োহান ক্রুইফের বিখ্যাত মন্তব্য টেনে এনে তিনি বলেন, “যেকোনো প্রকল্পের দ্বিতীয় মৌসুম সবচেয়ে কঠিন হয়।” এ প্রসঙ্গে ওলমো বলেন, “তিনটি শিরোপা ও ইউরোপের সেরা চারে থাকার পর এবার সবকিছু আবার নতুন করে শুরু করতে হবে। ফুটবলের সৌন্দর্যই তো এটায়-প্রতি বছর নিজেকে প্রমাণ করতে হয়।”
দলের সাফল্যের পাশাপাশি নিজের ভূমিকা নিয়েও আশাবাদী ওলমো। জানিয়েছেন, “দলগতভাবে গত মৌসুমের সাফল্যের পুনরাবৃত্তি এবং ব্যক্তিগতভাবে আরও বেশি ম্যাচ খেলাই আমার লক্ষ্য।”
নতুন মৌসুমে বার্সেলোনার শিরোপা ধরে রাখার অভিযান শুরু হবে শুক্রবার (১৬ আগস্ট) মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য