ঢাকা , রবিবার, ০৩ অগাস্ট ২০২৫ , ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ই-রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বাংলাদেশকে ১৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ডিএসইতে লেনদেন ছাড়ালো ১১০০ কোটি টাকা গাজা যুদ্ধ বন্ধের দাবিতে অস্ট্রেলিয়ায় লাখো মানুষের বিক্ষোভ রাশিয়ায় ৬০০ বছর পর বিরল অগ্ন্যুৎপাতের জেরেই ভূমিকম্প কৃষ্ণ সাগরের কাছে রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা তবুও কাটছে না খাদ্য সংকট চুয়ামেনিকে ছাড়ছে না রিয়াল, ফিরিয়ে দিল হাজার কোটির প্রস্তাব ডি ভিলিয়ার্সের সেঞ্চুরির হ্যাটট্রিকে শিরোপা দক্ষিণ আফ্রিকার শেষ বলে রুদ্ধশ্বাস জয়: পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতায় ওয়েস্ট ইন্ডিজ মার্তার জাদুতে ইতিহাস গড়ল ব্রাজিল: নাটকীয় ফাইনালে কোপা আমেরিকার নবম শিরোপা মেসির চোটে ছিটকে যাওয়ার পরও টাইব্রেকারে দুর্দান্ত জয় মায়ামির স্থগিত পাকিস্তান-আয়ারল্যান্ড দ্বিপাক্ষিক সফর নিজেকে ছাড়িয়ে যেতে চান দানি ওলমো এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে, ফাইনাল দুবাইয়ে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ হাসপাতাল ভাঙচুর এখনো ভয় কাটেনি মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের ৪ টেরাবাইট ব্যান্ডউইডথের মাইলফলকে বাংলাদেশ সাবমেরিন অন্তর্বর্তী সরকারের মাঝে শেখ হাসিনার ছায়া দেখা যাচ্ছে-আনু মুহাম্মদ কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত পাঁচ

এখনো ভয় কাটেনি মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৫:১৮:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৫:১৮:১৯ অপরাহ্ন
এখনো ভয় কাটেনি মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের
মো. মঞ্জুর মোল্লা রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সাবিয়া ইসলাম। সাড়ে চার বছরের সাবিয়া পড়ে প্লেতে। মাইলস্টোনে বিমান দুর্ঘটনার পর অস্বাভাবিক আচরণ করছে সে। একটু পর পর মাকে বলছে, পাইলট আসছে...বিমান আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক সাবিয়ার মা বলেন, ঘুমাতে গেলে সাবিয়া বলে এখন বিমান যাবে। পাইলট আসছে, পাইলট আসছে। আমরা ঘুমাতে পারি না। কারণ সে ঘুমায় না, ভয় পায়। তাই আজ কাউন্সেলিং করাতে নিয়ে এলাম। মাইলস্টোনে স¤প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার পর ১৩ দিন পেরিয়ে গেলও এখনও ভয়ে-আতঙ্কে শিউরে উঠছে শিক্ষার্থীরা। তাদের সামনে ভাসছে সেই দুর্বিষহ স্মৃতি। কাছের বন্ধুদের চিরদিনের জন্য হারিয়ে শিক্ষার্থীদের অনেকে বাকহীন। অসুস্থতা আর অস্বাভাবিক আচরণে দিন কাটাচ্ছে অনেকে। শিক্ষার্থীদের এই ট্রমা থেকে বেরিয়ে আনতে ইতোমধ্যে সেখানে বিশেষ কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। চলছে বাংলাদেশ বিমানবাহিনী দ্বারা পরিচালিত সাত দিনব্যাপী অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প। ওই ক্যাম্পে শিক্ষার্থীদের সেবা দিতে চিকিৎসকদের পাশাপাশি মনোরোগ বিশেষজ্ঞরা রয়েছেন। বিমানবাহিনী ছাড়াও প্রতিষ্ঠানটির সহযোগিতায় শিক্ষার্থীদের কাউন্সেলিং করতে বুথ বসিয়েছে কিছু বেসরকারি সংস্থাও। ওই ক্যাম্পাস প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, কাউন্সেলিং সেন্টারের সামনে শিক্ষার্থীরা তাদের অভিভাবক ও স্বজনদের নিয়ে অপেক্ষা করছে। সেখানে শিক্ষার্থীদের একেক জনকে ঘণ্টাব্যাপী কাউন্সেলিং করতে দেখা গেছে। দুর্ঘটনার পর থেকে মানসিক অস্বস্তিতে দিন কাটাচ্ছে ওই স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী তামজিদুল ইসলাম মাসরুর (১০)। তার মা নিলুফা আক্তার বলেন, ঘটনার দিন আগেই স্কুল ছুটি হয়ে যায়। আমি যখন ছেলেকে নিয়ে স্কুল গেট থেকে বের হলাম, তখনই বিমানটা পড়লো। বের হওয়ার কারণে আমরা বেঁচে গেছি। মাসরুর তার বন্ধু আরিয়ানকে হারিয়েছে। এসব ভেবে সে এখন ভয় পায়। ফোন হাতে নিলেই সে অস্বস্তি বোধ করে। তাই আজ তাকে কাউন্সেলিং সেন্টারে নিয়ে আসলাম। তাকে কাউন্সেলিং করা হয়েছে। ধীরে ধীরে যদি তার ট্রমা কাটে, এখন সেটাই ভাবছি। স্কুলে কাউন্সেলিং নিতে আসা অষ্টম শ্রেণির শিক্ষার্থী চৌধুরী রেজুয়ান বিন বদরুল বলেন, ঘটনার পর আজই স্কুলে আসছি। আমরা আরও পাঁচ জন বন্ধুর আসছে। আমরা একসঙ্গে বসেছি। আমরা যাদের হারিয়েছি, তাদের জন্য দোয়া করছি। আমরা যেন এখন ভালো থাকতে পারি সে জন্য ওই ঘটনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। মনে করতে চাই না। সেখানে দায়িত্বরত বিমানবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ও সরেজমিন ঘুরে জানা গেছে, শিক্ষার্থীদের চিকিৎসা সেবা দিতে আলাদা আলাদা কাউন্সেলিং বুথ বসানো হয়েছে। পরিস্থিতি বুঝে তাদের সেবা দেওয়া হচ্ছে। যারা ছোটখাটো আঘাত পেয়েছে কিংবা যাদের ড্রেসিং প্রয়োজন তাদের ড্রেসিং করানো হচ্ছে। যেখানে চিকিৎসা নিতে যাওয়া বা কাউন্সেলিং করতে আসা অনেকে প্রয়োজনে হলে সিএমএইচও পাঠানো হচ্ছে। সাধারণ চিকিৎসার পাশাপাশি ট্রমার মধ্যে রয়েছে বা মাইন্ড ইনজুরি আছে, তাদের আলাদা বুথে মনোরোগ বিশেষজ্ঞদের কাউন্সেলিং করতে দেখা গেছে। বিমানবাহিনী সূত্রে জানা গেছে, সাত দিনের অস্থায়ী মেডিক্যাল ক্যাম্পে ৩১ জুলাই বেলা ২টা পর্যন্ত মোট ৬২৬ জন শিক্ষার্থীকে চিকিৎসা সেবা ও কাউন্সেলিং করা হয়। এর মধ্যে প্রথম দিন ১১৮ জন, দ্বিতীয় দিন ২০০ জন, তৃতীয় দিন ১৭২ জন এবং চতুর্থ দিনে ১৩৬ জন শিক্ষার্থীকে সেবা দেওয়া হয়েছে। আগামী ৩ আগস্ট পর্যন্ত এই কাউন্সেলিং সেবা চলবে। এদিকে, প্রতিষ্ঠানটির সহযোগিতায় ক্যাম্পাসে বুথ বসিয়ে জরুরি ভিত্তিতে শিক্ষার্থীদের কাউন্সেলিং সেবা দিয়ে যাচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট (ব্র্যাক আইইডি)। এই কাউন্সেলিং বুথে ৩১ জুলাই বেলা ২টা পর্যন্ত ২৫০ জন শিক্ষার্থীকে সেবা দেওয়া হয়েছে। এ বুথে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাউন্সেলিং সেবা নিতে পারছে শিক্ষার্থীরা। সেখানে কাউন্সেলিং করা মনোরোগ বিশেষজ্ঞ শাহপার নেওয়াজ বলেন, কাউন্সেলিং নিতে আসা শিক্ষার্থীদের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, কেউ একটু বেশি ভয় পেয়েছে, আবার কেউ কেউ একটু কম। আমরা তাদের পরিস্থিতি মাইন্ড বুঝেই কাউন্সেলিং করছি। দীর্ঘ সময় নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা যাচ্ছে। একেক জনকে একেক রকম ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। বুথে দায়িত্বরত ব্র্যাক আইইডির এক কর্মকর্তা জানান, তাদের কাউন্সেলিং বুথ জরুরি ভিত্তিতে চালু করা হয়েছে। যেটির সুনির্দিষ্ট কোনও সময় নেই। যখন প্রয়োজন হবে তখন বন্ধ করে দেওয়া হবে। এছাড়া দুপুর ২টা দিকে সরেজমিন দেখা গেছে, মাইলস্টোন কলেজ শাখার এইচএসসি শিক্ষার্থীরা পরীক্ষা শেষে করে কলেজের গাড়িতেই ক্যাম্পাসে ফিরতে দেখা গেছে। জানা গেছে ঘটনার পর পরিক্ষার্থীদের অনেকে কলেজের হোস্টেলে ফিরেছে। এডমিন ভবনের এক কর্মকর্তা জানান, আগামী ৫ আগস্ট স্কুলের একাডেমিক কার্যক্রম শুরু হতে পারে। সেটি নিয়ে আলোচনা চলছে। তবে এখনও নিশ্চিত নই। স্কুলের কার্যক্রম এখন শুরু হয়নি। তবে ক্লাস নাইন একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে আগামী ৩ তারিখ থেকে। বাকি ক্লাসগুলো বিষয়ে আলোচনা চলছে। কারণ অধিকাংশ শিক্ষার্থী এখন ট্রমার মধ্যে আছে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ এডমিন অফিসার ঈসমাইল হোসাইন বলেন, আগামী ৫ আগস্ট স্কুলের একাডেমিক কার্যক্রম শুরু হতে পারে। সেটি নিয়ে আলোচনা চলছে। স্কুলের কার্যক্রম এখন শুরু হয়নি। তবে নবম শ্রেণি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান শুরু হবে ৩ আগস্ট থেকে। বাকি ক্লাসগুলো বিষয়ে আলোচনা চলছে। কারণ অধিকাংশ শিক্ষার্থীরা এখনও ট্রমার মধ্যে আছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য