
ভিয়েতনামে অ্যাপার্টমেন্ট ব্লকে আগুন, নিহত ১৪


আন্তর্জাতিক ডেস্ক
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি ছোট অ্যাপার্টমেন্ট ব্লকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এতে কমপক্ষে ১৪ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আহত হয়েছে আরও তিনজন। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। স্থানীয় সময় গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা ভয়াবহ আকার ধারণ করে। বেশ কয়েক বার বিস্ফোরণের শব্দও শোনা গেছে বলে জানিয়েছে ভিয়েতনাম নিউজ এজেন্সি। গতকাল শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে পাওয়া বেশ কিছু ছবিতে দেখা গেছে, আগুনে পুড়ে যাওয়া জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। দুর্ঘটনার সময় ওই অ্যাপার্টমেন্টে ঠিক কতজন অবস্থান করছিলেন সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। তবে আগুন লাগার এক ঘণ্টা পরেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ওই ভবনের নিচতলা বৈদ্যুতিক সাইকেল বিক্রি ও মেরামতের জন্য ব্যবহৃত হচ্ছিল বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন, তিনি আতশবাজির মতো বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। তিনি বলেন, আমি ভেবেছিলাম কেউ হয়তো জানালায় কিছু দিয়ে আঘাত করছে বা কারও মধ্যে মারামারি হচ্ছে। আমি নিচে নেমে দেখি, সেখানে আগুন লেগেছে। অনেকেই অন্য প্রতিবেশীদের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন। আমরা খুব ভয় পেয়েছিলাম। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। স্থানীয় কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত করছে। এ ছাড়া জীবিতদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়েছেন দমকল কর্মীরা। তারা এক বৃদ্ধ নারীকে উদ্ধার করেছেন এবং আরও চারজনকে সেখান থেকে বের করে আনা হয়। এর আগে গত সেপ্টেম্বরে হ্যানয়ের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে অগ্নিকাণ্ডে ৫৬ জন নিহত হয়। ভিয়েতনামে দুই দশকের মধ্যে এটাই সবচেয়ে মারাত্মক অগ্নিকাণ্ডের ঘটনা ছিল। ওই ঘটনায় কমপক্ষে তিন শিশু নিহত হয়। ২০২২ সালে দেশটির বাণিজ্যকেন্দ্র হো চি মিন শহরে একটি কারাওকে বারে অগ্নিকাণ্ডে অন্তত ৩২ জন প্রাণ হারান, আহত হয়েছিলেন ১৭ জন। পরে ভবনটির মালিককে গ্রেপ্তার করা হয়েছিল। ওই ঘটনার পরেই উচ্চ ঝুঁকিপূর্ণ সব ভেন্যু পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছিলেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ