
৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
- আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৪:০৬:০৯ অপরাহ্ন
- আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৪:০৬:০৯ অপরাহ্ন


যুক্তরাষ্ট্র থেকে ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। সেখানে অবৈধভাবে অবস্থানের অভিযোগে তাদের ফেরত পাঠানো হয়। গতকাল শনিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা এসে পৌঁছেন। ইমিগ্রেশন পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছিল, মার্কিন সামরিক বাহিনীর বিমানে করে ৬১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে। তবে বাংলাদেশে এসেছে ৩৯ জন বাংলাদেশি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধ হয়ে ধরা পড়া বিভিন্ন দেশের নাগরিকদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশেও প্রতি মাসে কিছু মানুষকে ফিরতে হচ্ছে। বিভিন্ন সময় আরও ১১৮ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ