ঢাকা , রবিবার, ০৩ অগাস্ট ২০২৫ , ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করব মানসম্মত সেবা দিতে পারছে না সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলো বাংলাদেশের ওপর নিবিড় নজর রাখছি : জয়শঙ্কর ‘চূড়ান্ত কূটনৈতিক বিজয়’ বলছেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক চুক্তি সরকারের কূটনৈতিক বিজয় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৩৮ গাজীপুরে শাপলা তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে ২ যুবকের মৃত্যু পাবনায় বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ চলতি বছর করোনায় আক্রান্ত ৭২০ জন মৃত্যু আরও এক ডোপ টেস্টে পজিটিভ হলে রাকসু নির্বাচনের প্রার্থিতা বাতিল গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় আরও একটি মামলা যশোরে বিএনপি কর্মীদের বিরুদ্ধে সরকারি চাল ছিনতাইয়ের অভিযোগ হাজারীবাগে বৃদ্ধা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্ত্রীকে গলা কেটে হত্যা, থানায় স্বামীর আত্মসমর্পণ বরিশালে বাড়িতে হামলা করে যুবককে হত্যা কিছুদিনের মধ্যেই সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা লোকসানে বন্ধ হচ্ছে পোলট্রি খাতের হাজার হাজার প্রান্তিক ক্ষুদ্র খামার পোরশায় ধর্ষণ মামলার আসামি আবুল হাসান গ্রেফতার কোনো দলের প্রতি সেনাবাহিনীর আলাদা নজর নেই : সেনা সদর সর্দি-জ্বরে জর্জরিত দেশ

ডোপ টেস্টে পজিটিভ হলে রাকসু নির্বাচনের প্রার্থিতা বাতিল

  • আপলোড সময় : ০২-০৮-২০২৫ ১১:৫৯:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ১১:৫৯:২৪ পূর্বাহ্ন
ডোপ টেস্টে পজিটিভ হলে রাকসু নির্বাচনের প্রার্থিতা বাতিল
রাজশাহী প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট নির্বাচনের জন্য আচরণবিধি প্রকাশিত হয়েছে। এতে প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। ডোপ টেস্টে পজিটিভ ফলাফল এলে প্রার্থিতা বাতিল করা হবে। এ ছাড়া প্রচারণার নিয়ম, ছাত্র-ছাত্রীদের হলে প্রচারণার বিধিনিষেধ এবং আচরণবিধি লঙ্ঘনের শাস্তির বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। রাকসুর অফিশিয়াল ওয়েবসাইটে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেনের স্বাক্ষরিত আচরণবিধি প্রকাশিত হয়েছে।
মনোনয়নপত্র ও প্রার্থিতা: আচরণবিধি অনুযায়ী, প্রার্থীরা নিজে বা তাদের মনোনীত প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। তবে, এ সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। একজন প্রার্থী সর্বোচ্চ পাঁচ জন সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। প্রার্থিতা প্রত্যাহারের ক্ষেত্রে প্রার্থীকে সশরীরে উপস্থিত থাকতে হবে।
প্রচারণার নিয়ম: প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার দিন থেকে ভোট গ্রহণের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। শুধুমাত্র প্রার্থী ও ভোটাররা ক্যাম্পাসে প্রচারণায় অংশ নিতে পারবেন। প্রচারণায় ৬০দ্ধ৪৫ সেন্টিমিটার মাপের সাদা-কালো পোস্টার ব্যবহার করা যাবে। তবে ভবনের দেয়ালে পোস্টার লাগানো বা লেখা নিষিদ্ধ। কোনো প্রার্থীকে প্রচারণায় বাধা দেওয়া, ভয়ভীতি প্রদর্শন বা বলপ্রয়োগ করা যাবে না। হল ও একাডেমিক ভবনে মিছিল বা সমাবেশ নিষিদ্ধ। ছাত্রীদের হলে ছাত্র এবং ছাত্রদের হলে ছাত্রী প্রচারণার জন্য রিটার্নিং অফিসারের অনুমতি নিয়ে পরিচিতি সভায় অংশ নিতে পারবেন। ক্যাম্পাসে সভা করতে হলে প্রক্টরকে স্থান ও সময় জানাতে হবে। নির্বাচনি কার্যক্রমে সবাইকে পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। বহিরাগতদের আবাসিক হলে থাকা নিষিদ্ধ এবং এই নিয়ম ভঙ্গ করলে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে। যানবাহন ব্যবহারে নিষেধাজ্ঞা: নির্বাচনি কার্যক্রমে কোনো ধরনের যানবাহন, মোটরসাইকেল, রিকশা বা শোভাযাত্রার জন্য ব্যান্ড পার্টি ব্যবহার করা যাবে না। ভোটের দিন ভোটকেন্দ্রে ভোটারদের আনা-নেওয়ার জন্যও যানবাহন ব্যবহার নিষিদ্ধ। তবে প্রার্থী, ভোটার ও শিক্ষার্থীরা নিজস্ব যানবাহন ব্যবহার করতে পারবেন।
ভোটকেন্দ্রে প্রবেশ ও সাংবাদিকদের জন্য নিয়ম: ভোটাররা বৈধ পরিচয়পত্র দেখিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করবেন। রিটার্নিং অফিসারের অনুমতি নিয়ে সাংবাদিকরা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে বুথের অভ্যন্তরে প্রবেশ বা ছবি-ভিডিও ধারণ নিষিদ্ধ। ভোটকেন্দ্রে লাইভ সম্প্রচার বা ভোটকার্যে বাধা সৃষ্টিকারী কোনো কাজ করা যাবে না।
নিরাপত্তা ও শৃঙ্খলা: ভোটের দিন ভোটার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অনুমতিপ্রাপ্ত ব্যক্তি ব্যতীত ক্যাম্পাসে অন্য সবার প্রবেশ নিষিদ্ধ থাকবে বলে আচরণবিধিতে উল্লেখ করা হয়েছে; নির্বাচনি প্রচারণা ও নির্বাচন চলাকালে বিস্ফোরক, অস্ত্র (লাঠিসোটা, রড, হকিস্টিক, ছুরি-কাঁচি ইত্যাদি) ও আগ্নেয়াস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে; আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বা অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ কোনো প্রকার অস্ত্র ও আগ্নেয়াস্ত্র বহন করতে পারবে না। প্রার্থীরা ভোটকেন্দ্রে ৫০ মিটারের বাইরে ভোটারদের স্লিপ প্রদান করতে পারবেন।
আচরণবিধি লঙ্ঘনে শাস্তি: আচরণবিধিতে বলা হয়েছে, আচরণবিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার লিখিত অভিযোগ প্রাপ্তি, তদন্তের মাধ্যমে এবং সপ্রণোদিত হয়ে ব্যবস্থা গ্রহণ করবেন, কোনো প্রার্থী বা তার সমর্থক নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করলে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল অথবা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার অথবা রাষ্ট্রীয় বা বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সব দণ্ডে দণ্ডিত হবেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য