ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

আগামী আইপিএলেও ধোনিকে চায় চেন্নাই

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৪ ০৬:৫৯:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৪ ০৬:৫৯:০৪ অপরাহ্ন
আগামী আইপিএলেও ধোনিকে চায় চেন্নাই আগামী আইপিএলেও ধোনিকে চায় চেন্নাই

স্পোর্টস ডেস্ক
মাহেন্দ্র সিং ধোনি সিদ্ধান্ত জানাবেন তার সময় হলেইসেই সময়ের অপেক্ষায় আছে ভক্ত-সমর্থকদের মতো তার দল চেন্নাই সুপার কিংসওতবে নিজেদের চাওয়াটুকুও জানিয়ে রাখলেন চেন্নাইয়ের প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথানআগামী আইপিএলেও ধোনিকে পেতে তারা খুবই আগ্রহীগত কয়েক মৌসুম ধরেই আইপিএলের আগে-পরে বা টুর্নামেন্ট চলার সময় যে প্রশ্নটি নিয়মিত গেছে, সেটি উঠছে এবারওএটিই কি ধোনির শেষ আইপিএল? পরের আইপিএলে তাকে দেখা যাবে? চেন্নাই সুপার কিংসের ইউটিউব চ্যানেলে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করলেন দলের প্রধান নির্বাহীসেখানে মিশে থাকল অনিশ্চয়তা, সঙ্গে রইল আশাবাদওআমি জানি নাৃ এই প্রশ্নের উত্তর কেবল এমএস (ধোনি) নিজেই দিতে পারেআমাদের দিক থেকে ব্যাপারটি হলো, আমরা সবসময় তার সিদ্ধান্তকে সম্মান করে আসছি এবং এবারও তার ওপরই ছেড়ে দিয়েছিএখনও পর্যন্ত যা জানি, সে সবসময়ই নিজের সিদ্ধান্ত নিজে নেয় এবং সময় হলে তা ঘোষণা করেআমাদের আশা, এবারও সময় হলেই তার সিদ্ধান্ত জানা যাবেতবে আমরা খুব, খুবই আশাবাদী যে, পরের বছরও তাকে আমরা চেন্নাইয়ে পাবএটিই আমার ও সমর্থকদের দৃষ্টিভঙ্গি ও প্রত্যাশা ধোনির বয়স ৪৩ পূর্ণ হবে মাস দেড়েক পরইতবে পারফরম্যান্স তার এবারও ছিল বেশ ভালোব্যাট হাতে তার যে ভূমিকা ছিল, সেখানে সফল তিনি৫৩.৬৬ গড়ে ১৬১ রান করেছেন ২২০.৫৪ স্ট্রাইক রেটেএবারের আসরে অন্তত একশ রান করা ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেট তারএবার নিয়ে টানা তিন মৌসুমে আইপিএলে ধোনির প্রতিটি ম্যাচে প্রতিটি মাঠেই বিদায়ের আবহ তৈরি হয়েছে তাকে ঘিরেভারতের সব প্রান্তে গিয়েই দর্শকদের কাছ থেকে দারুণ ভালোবাসা পেয়েছেনতিনি মাঠে নামলেই নিজ দল বা প্রতিপক্ষ ভুলে গর্জন উঠেছে গ্যালারিতেতিনি মাঠে থাকার পুরো সময়টাতে দেখা গেছে দর্শকের প্রবল উল্লাসতার বিদায়ের আদর্শ প্রেক্ষাপট তৈরি হয়েছিল গত মৌসুমেমৌসুম শুরুর আগে তিনি বলেছিলেন, ভক্তদের জন্য আরও এক মৌসুম খেলতে চানযথারীতি আসরজুড়ে তাকে ঘিরে ছিল উন্মাদনাতার নেতৃত্বে চেন্নাই পঞ্চম আইপিএল ট্রফিও জিতে নেয়তবে শেষ পর্যন্ত বিদায় বলেননি তিনিখেলে যান এই মৌসুমেওসম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস পর সিদ্ধান্ত নিতে পারেন ধোনিআগামী মৌসুমের আগে আইপিএলের মেগা নিলাম আছেধোনির সিদ্ধান্ত তাই চেন্নাইয়ের জন্য গুরুত্বপূর্ণচেন্নাইয়ে দীর্ঘদিনের পথচলায় দলের প্রতীক হয়ে ওঠা কোচ স্টিভেন ফ্লেমিং নিয়েও ভারতীয় ক্রিকেটে অনেক আলোচনা, কৌতূহল ও গুঞ্জন চলছেভারতের জাতীয় দলের দায়িত্ব পাওয়ার সম্ভাবনায় তিনি আছেন বলে সংবাদমাধ্যমে খবর হয়েছেতবে চেন্নাইয়ের প্রধান নির্বাহী সেই সম্ভাবনা কম বলেই মনে করেনআমি মজা করে স্টিভেনকে জিজ্ঞেস করেছিলাম, ‘ভারতের কোচের দায়িত্বের জন্য আবেদন করেছো?’ সে হাসতে হাসতে জবাব দিয়েছে, ‘আপনি কি চান আমি আবেদন করি?’ আমি জানি, জাতীয় দলের দায়িত্বটা তার ভাবনায় থাকবে না, কারণ বছরে ৯-১০ মাস (কোচিংয়ে) সম্পৃক্ত থাকতে চায় না সেএটা আমার মনে হচ্ছে আর কীতার সঙ্গে এটা নিয়ে বেশি কথা আর হয়নি
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য