ঢাকা , মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ , ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে ৬ শিশুসহ আহত ২০ বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে হেলপারসহ নিহত-২ শিশু সৌরভ হত্যার দুসপ্তাহেও উদঘাটন হয়নি রহস্য গ্যাস সরবরাহে পিছিয়ে পড়ছে বাপেক্স রিকশা চালিয়ে বিদায়ী শুভেচ্ছা জার্মান রাষ্ট্রদূতের হাতিরঝিলে শিশু ধর্ষণচেষ্টায় আসামির ১০ বছর কারাদণ্ড দুদক কর্মকর্তা পরিচয়ে ঘুষ চাওয়া প্রতারক চক্রের ৫ সদস্য রিমান্ডে গোপালগঞ্জে সালিশ বৈঠকে সংঘর্ষ আহত অর্ধশতাধিক গাজীপুরে কিশোর গ্যাং লিডারের গুলি ছোড়া নিয়ে এলাকায় আতঙ্ক ডিবি পরিচয়ে ৩০ লাখ টাকা ছিনতাই : এক আসামি কারাগারে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেফতার দেশে বছরে পাটের উৎপাদন ১৫ লাখ টন বিপুল বিনিয়োগ সত্তেও কমেনি জ্বালানি খাতের ভর্তুকি পোশাকশ্রমিককে পিটিয়ে হত্যা, বিক্ষোভের পর কারখানা বন্ধ ঘোষণা ডেঙ্গু রোগীর ভীড় হাসপাতালে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে পোরশায় মাদকদ্রব্য বিরোধী সচেতনতামূলক সভা কটিয়াদীতে প্রতিপক্ষের জোরপূর্বকভাবে জায়গা দখলের অভিযোগ আমতলীতে পৌরসভায় ৯টি ওয়ার্ডে বিএনপির কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়েছে ১,২,৩ নং ওয়ার্ডের কমিটি গঠন সম্পন্ন আমতলীতে গোজখালী মাজার শরিফের পীরজাদা মরহুম মাওলানা শাহ্ ছলিমউদ্দীন আহম্মদ কাদরী এর ছোট ছেলে পীরজাদা জলিল কাদরী ইন্তেকাল করেছেন

আগামী আইপিএলেও ধোনিকে চায় চেন্নাই

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৪ ০৬:৫৯:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৪ ০৬:৫৯:০৪ অপরাহ্ন
আগামী আইপিএলেও ধোনিকে চায় চেন্নাই আগামী আইপিএলেও ধোনিকে চায় চেন্নাই

স্পোর্টস ডেস্ক
মাহেন্দ্র সিং ধোনি সিদ্ধান্ত জানাবেন তার সময় হলেইসেই সময়ের অপেক্ষায় আছে ভক্ত-সমর্থকদের মতো তার দল চেন্নাই সুপার কিংসওতবে নিজেদের চাওয়াটুকুও জানিয়ে রাখলেন চেন্নাইয়ের প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথানআগামী আইপিএলেও ধোনিকে পেতে তারা খুবই আগ্রহীগত কয়েক মৌসুম ধরেই আইপিএলের আগে-পরে বা টুর্নামেন্ট চলার সময় যে প্রশ্নটি নিয়মিত গেছে, সেটি উঠছে এবারওএটিই কি ধোনির শেষ আইপিএল? পরের আইপিএলে তাকে দেখা যাবে? চেন্নাই সুপার কিংসের ইউটিউব চ্যানেলে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করলেন দলের প্রধান নির্বাহীসেখানে মিশে থাকল অনিশ্চয়তা, সঙ্গে রইল আশাবাদওআমি জানি নাৃ এই প্রশ্নের উত্তর কেবল এমএস (ধোনি) নিজেই দিতে পারেআমাদের দিক থেকে ব্যাপারটি হলো, আমরা সবসময় তার সিদ্ধান্তকে সম্মান করে আসছি এবং এবারও তার ওপরই ছেড়ে দিয়েছিএখনও পর্যন্ত যা জানি, সে সবসময়ই নিজের সিদ্ধান্ত নিজে নেয় এবং সময় হলে তা ঘোষণা করেআমাদের আশা, এবারও সময় হলেই তার সিদ্ধান্ত জানা যাবেতবে আমরা খুব, খুবই আশাবাদী যে, পরের বছরও তাকে আমরা চেন্নাইয়ে পাবএটিই আমার ও সমর্থকদের দৃষ্টিভঙ্গি ও প্রত্যাশা ধোনির বয়স ৪৩ পূর্ণ হবে মাস দেড়েক পরইতবে পারফরম্যান্স তার এবারও ছিল বেশ ভালোব্যাট হাতে তার যে ভূমিকা ছিল, সেখানে সফল তিনি৫৩.৬৬ গড়ে ১৬১ রান করেছেন ২২০.৫৪ স্ট্রাইক রেটেএবারের আসরে অন্তত একশ রান করা ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেট তারএবার নিয়ে টানা তিন মৌসুমে আইপিএলে ধোনির প্রতিটি ম্যাচে প্রতিটি মাঠেই বিদায়ের আবহ তৈরি হয়েছে তাকে ঘিরেভারতের সব প্রান্তে গিয়েই দর্শকদের কাছ থেকে দারুণ ভালোবাসা পেয়েছেনতিনি মাঠে নামলেই নিজ দল বা প্রতিপক্ষ ভুলে গর্জন উঠেছে গ্যালারিতেতিনি মাঠে থাকার পুরো সময়টাতে দেখা গেছে দর্শকের প্রবল উল্লাসতার বিদায়ের আদর্শ প্রেক্ষাপট তৈরি হয়েছিল গত মৌসুমেমৌসুম শুরুর আগে তিনি বলেছিলেন, ভক্তদের জন্য আরও এক মৌসুম খেলতে চানযথারীতি আসরজুড়ে তাকে ঘিরে ছিল উন্মাদনাতার নেতৃত্বে চেন্নাই পঞ্চম আইপিএল ট্রফিও জিতে নেয়তবে শেষ পর্যন্ত বিদায় বলেননি তিনিখেলে যান এই মৌসুমেওসম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস পর সিদ্ধান্ত নিতে পারেন ধোনিআগামী মৌসুমের আগে আইপিএলের মেগা নিলাম আছেধোনির সিদ্ধান্ত তাই চেন্নাইয়ের জন্য গুরুত্বপূর্ণচেন্নাইয়ে দীর্ঘদিনের পথচলায় দলের প্রতীক হয়ে ওঠা কোচ স্টিভেন ফ্লেমিং নিয়েও ভারতীয় ক্রিকেটে অনেক আলোচনা, কৌতূহল ও গুঞ্জন চলছেভারতের জাতীয় দলের দায়িত্ব পাওয়ার সম্ভাবনায় তিনি আছেন বলে সংবাদমাধ্যমে খবর হয়েছেতবে চেন্নাইয়ের প্রধান নির্বাহী সেই সম্ভাবনা কম বলেই মনে করেনআমি মজা করে স্টিভেনকে জিজ্ঞেস করেছিলাম, ‘ভারতের কোচের দায়িত্বের জন্য আবেদন করেছো?’ সে হাসতে হাসতে জবাব দিয়েছে, ‘আপনি কি চান আমি আবেদন করি?’ আমি জানি, জাতীয় দলের দায়িত্বটা তার ভাবনায় থাকবে না, কারণ বছরে ৯-১০ মাস (কোচিংয়ে) সম্পৃক্ত থাকতে চায় না সেএটা আমার মনে হচ্ছে আর কীতার সঙ্গে এটা নিয়ে বেশি কথা আর হয়নি
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য