ঢাকা , শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ , ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
৩ ব্যাংক হিসাব ও কম্পিউটার জব্দ এনসিটি ইজারাদানের বিরুদ্ধে বাড়ছে তীব্রআন্দোলনের শঙ্কা মাউশি ডিজি নিয়োগে সিন্ডিকেটে চূড়ান্ত আ’লীগ জামায়াতপন্থী আট প্রার্থী ইসির প্রতীক তালিকায় ‘শাপলা কলি’, প্রত্যাখ্যান এনসিপির ইসির প্রতীকের তালিকায় যুক্ত ‘শাপলা কলি’ রাজধানীতে সেনা অভিযানে কিশোর গ্যাং পাটালি গ্রুপের ১০ সদস্য আটক নভেম্বরে গণভোট, সংশোধিত আরপিও বহাল চায় জামায়তসহ ৮ দল গণভোট ঘিরে সামাজিকমাধ্যমে ‘হ্যাঁ-না’ ক্যাম্পেইন ত্রয়োদশ নির্বাচনে তরুণদের প্রাধান্য দিচ্ছে জামায়াত সড়কে দুর্ঘটনা নিয়ে উদ্বেগ আছে, সমাধান নেই জনপ্রশাসনে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ বিএনপি-জামায়াতের ‘কুতর্কে’ আমরা জড়াব না-নাসীরুদ্দীন নির্বাচনের দিন ছাড়া বিএনপি গণভোটের সিদ্ধান্ত মানবে না : ফখরুল ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য বিএনপির-তারেক রহমান যে যাই বলুক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে-আসিফ নজরুল একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান-সেনাপ্রধান ৭ কলেজ ও সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে শিক্ষা সচিবসহ ৫ জনকে আইনি নোটিশ টি-টোয়েন্টি বোলিং চার্টে বাংলাদেশের তিন তারকার দাপট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ

৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০১:৫৬:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০১:৫৬:০৭ অপরাহ্ন
৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি
৩০০ সংসদীয় আসনের মধ্যে ৩৯টির সীমানায় পরিবর্তন আসছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। সংসদীয় আসনের জনসংখ্যা, ভোটার সংখ্যাসহ সামগ্রিক বিষয় সামনে রেখে এই পরিবর্তন আসছে বলে জানান তিনি। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন কমিশনের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিশেষায়িত কারিগরি কমিটি সংসদীয় আসনের সীমানা পুনর্নিধারণে সুপারিশ জমা দিয়েছে। সংসদীয় ৩০০ আসনের মধ্যে ৩৯টির সীমানা পরিবর্তন হচ্ছে। গাজীপুরে একটি আসন বাড়ছে এবং বাগেরহাটে একটি আসন কমছে। তিনি বলেন, সীমানা পুনঃনির্ধারণ আইন-২০২১ এর ৬ ধারায় বলা হয়েছে, সীমানা নির্ধারণের ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা, ভৌগোলিক অখণ্ডতা এবং আদমশুমারি- এ তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে সীমানা নির্ধারণ করতে হবে। তবে আদমশুমারি-২০২২ অনুযায়ী কিছু বিষয় আছে একটু অসামঞ্জস্যপূর্ণ। আমাদের কাছে হালনাগাদ ভোটার তালিকা আছে। এছাড়া ভোটার তালিকার ভিত্তিতে, ভোটার সংখ্যার ভিত্তিতে আমাদের কমিটি গড় আসনভিত্তিক ভোটার সংখ্যা নির্ধারণ করেছে ৪ লাখ ২০ হাজার সামথিং। অর্থাৎ, ৩০০ আসনের গড় ভোটার সংখ্যা হলো ৪ লাখ ২০ হাজার। ওনারা ভোটারের সংখ্যার ভিত্তিতে একটা গ্রেডিং করেছেন, সেটি হচ্ছে সবচেয়ে বেশি ভোটার কোন জেলায় এবং সবচেয়ে কম ভোটার কোন জেলায়। কারিগরি কমিটি সবচেয়ে বেশি ভোটার যে জেলায় সেখানে একটি আসন বাড়ানোর প্রস্তাব করেছে এবং সর্বনিম্ন ভোটার যে জেলায় সেখানে একটি আসন কমানোর প্রস্তাব করেছে। সেই আলোকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। টেকনিক্যাল কমিটির তথ্য অনুযায়ী, সর্বোচ্চ ভোটার হচ্ছে গাজীপুর। আর বাগেরহাট জেলায় সবচেয়ে কম। মানে বিশেষায়িত কমিটির প্রতিবেদন অনুযায়ী, তারা ভোটার সংখ্যা এবং জনসংখ্যা বিশ্লেষণ করে প্রস্তাব করেছে যে বাগেরহাট একটি আসন কমবে, গাজীপুরে একটি আসন বৃদ্ধি পাবে। যে ৩৯ আসনের সীমানায় পরিবর্তন আসছে সেগুলো হলো- পঞ্চগড়-১, ২; রংপুর-৩; সিরাজগঞ্জ-১, ২; সাতক্ষীরা-৩, ৪; শরীয়তপুর-২, ৩; ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪, ১৯; গাজীপুর-১, ২, ৩, ৫, ৬; নারায়ণগঞ্জ-৩, ৪, ৫; সিলেট-১, ৩; ব্রাহ্মণবাড়িয়া-২, ৩; কুমিল্লা-১, ২, ১০, ১১; নোয়াখালী ১, ২, ৪, ৫; চট্টগ্রাম-৭, ৮; ও বাগেরহাট-২, ৩ আসনের সীমানা পরিবর্তন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স