ঢাকা , শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পরিবর্তন আসছে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনায় সবাইকে ছাতার নিচে আনতে ভিত গড়ছে ঐকমত্য কমিশন জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত : সিজিএস অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে-দেবপ্রিয় ভট্টাচার্য গাজীপুরে আসন বাড়ছে কমছে বাগেরহাটে : ইসি ৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন

সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ১০:৫৯:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ১০:৫৯:৩৭ পূর্বাহ্ন
সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড
সিলেট প্রতিনিধি সিলেটের বিশ্বনাথ উপজেলায় স্কুলছাত্র সুমেল আহমদ (১৮) হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ১৭ আসামির দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক (প্রথম আদালতের ভারপ্রাপ্ত বিচারক) সৈয়দা আমিনা ফারহিন এ রায় ঘোষণা করেন। সিলেট জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) আল আমিন রানা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মামলায় ৩৪ জন আসামির আটজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন এবং ১৭ জনের দুই বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। এর মধ্যে ৩১ জন কারাগারে রয়েছেন। কেবল দুই বছরের সাজাপ্রাপ্ত মামুনুর রশিদ পলাতক রয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, উপজেলার ইসলামপুর গ্রামে সাইফুল আলম (৪৪), তার সহোদর নজরুল আলম (৪১), ছদরুল ওরফে সদর আলম (৪৩), একই উপজেলার চৈতন্যনগর গ্রামের সিরাজ উদ্দিন (৪৭), জামাল মিয়া (৪৯), শাহিন উদ্দিন (৪২), গাঙ্ঘুটিয়া গ্রামের আব্দুল জলিল (৪৯) এবং পশ্চিম ঘরগাড়িকান্দি গ্রামের আনোয়ার হোসেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার চৈতন্যনগর গ্রামের ইলিয়াছ আলী (৫৬), তার সহোদর আব্দুন নুর (৫১) ও জয়নাল আবেদীন (৪১), একই গ্রামের আশিক উদ্দিন (৫০), আছকির আলী (৪৯), ওই গ্রামের মিয়া ওরফে ফরিদ (৪৬), একই গ্রামের আকবর মিয়া (৪৪)। পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ের আরও দুই বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। দুই বছরের দণ্ডপ্রাপ্তরা হলেন, লুৎফুর, ময়ূর, মানুনুর রশিদ (পলাতক), কাওছার, দিলাফর, পারভেজ, ওয়াহিদ, দিলোয়ার, আজাদ, মুক্তার, রকিব, আঙ্গুর, জাবেদ, শফিক, মখলিছ, ফিরোজ ও ফখর উদ্দিন। মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, ২০২১ সালের ১ মে বিশ্বনাথ উপজেলার চাউলধনী হাওরে পূর্ব বিরোধের জেরে শাহজালাল হাইস্কুলের ১০ম শ্রেণির ছাত্র সুমেল নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। ওইদিন বিশ্বনাথের চৈতননগর গ্রামের নজির উদ্দিনের ক্ষেতের জমি থেকে জোর করে রাস্তায় মাটি তুলতে চান যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলম। এ সময় তাকে বাধা দেন নজির উদ্দিন, চাচাতো ভাই মানিক মিয়া ও ভাতিজা দশম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্র সুমেল। এতে বাগ-বিতণ্ডার এক পর্যায়ে সাইফুল আলমের বন্দুকের গুলিতে ওইদিন সুমেল নিহত হয় গুলিবিদ্ধ হয়ে আহত হন সুমেলের বাবা ও চাচাসহ চারজন। এ ঘটনায় নিহত সুমেলের চাচা বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি জেলা ও দায়রা জজ প্রথম আদালতে দায়রা ৬০৬/২০২২ মূলে বিচারের জন্য স্থানান্তর করা হয়। ১৩ জুলাই মামলাটির যুক্তিতর্ক শেষ হয় এবং আদালত গতকাল বুধবার এ মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন। একইসঙ্গে ওইদিন আদালত ৩০ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রায় চার বছর পর এ মামলার রায় ঘোষণা করা হলো।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য