ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নুরের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ- অ্যাটর্নি জেনারেল একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না সাত বছর পর চীন সফরে গেলেন নরেন্দ্র মোদি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর- তারেক রহমান অদৃশ্য অরাজকতায় ষড়যন্ত্রের আভাস পোরশায় সবজি বাজারে ঊর্ধ্বগতি, কিনতে ক্রেতাদের পকেট খালি ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করতে হবে গোমস্তাপুরে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন, তরুণদের অনুপ্রেরণা শরিফুল ইসলাম গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে-সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে ইসি রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা-তাহের আদালতের প্রতি ‘আস্থা’ নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী বিচার-সংস্কার নির্বাচনের মুখোমুখি গ্রহণযোগ্য নয়-সাকি তথ্য ক্যাডারে অসন্তোষ হতাশা সিনিয়রদের নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে-মির্জা ফখরুল আমরা পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না : পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ

দারুণ বোলিংয়ে জয় পেল উইন্ডিজ

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৪ ০৬:৫৭:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৪ ০৬:৫৭:৫৪ অপরাহ্ন
দারুণ বোলিংয়ে জয় পেল উইন্ডিজ দারুণ বোলিংয়ে জয় পেল উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
প্রথম ১০ ওভারে ক্যারিবিয়ান সাগরে যেন সুনামি বয়ে গেলপরের ১০ ওভারে সাগর শান্ততবে শুরুর ওই সুনামিতেই একরকম ভেসে গেল দক্ষিণ আফ্রিকাবিশ্বকাপের আগে প্রস্তুতি সিরিজের প্রথমটিতে ব্র্যান্ডন কিংয়ের ঝড়ো ইনিংসের পর বোলারদের সম্মিলিত পারফরম্যান্সে জয়ে শুরু করল ওয়েস্ট ইন্ডিজজ্যামাইকায় তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকাকে ২৮ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজস্যাবাইনা পার্কে বৃহস্পতিবার বিস্ফোরক শুরুর পর ইনিংসের পরের ভাগে খেই হারায় ওয়েস্ট ইন্ডিজপ্রথম ১০ ওভারে ১ উইকেটে ১০৯ রান তোলা দল শেষ পর্যন্ত ২০ ওভারে করে ৮ উইকেটে ১৭৫ওপেনিংয়ে ঝড় তুলে ব্র্যান্ডন কিং ৪৫ বলে করেন ৭৯দক্ষিণ আফ্রিকা রান তাড়ায় সেভাবে লড়াই জমাতে পারেনিওপেনার রিজা হেনড্রিকস একাই ৫১ বলে ৮৭ রান করার পরও তারা থমকে যায় ১৪৭ রানেবিশ্বকাপ প্রস্তুতির জন্য সিরিজটির আয়োজন করা হলেও আইপিএলের কারণে দুই দলের বেশির ভাগ নিয়মিত ক্রিকেটারই নেই এই সিরিজেদুই অধিনায়ক ব্র্যান্ডন কিং ও রাসি ফন ডার ডাসেনও কাজ চালাচ্ছেন ভারপ্রাপ্ত দায়িত্বেএই ম্যাচে বড় রান করা কিং ও হেনড্রিকস অবশ্য বিশ্বকাপ স্কোয়াডে আছেনতাদের প্রস্তুতির শুরুটা তাই দারুণ হলোটস হেরে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ শুরু করে কিংয়ের আগ্রাসী ব্যাটিংয়েপ্রথম তিন ওভারে ওঠে ৩৪ রান, এক ওপেনার জনসন চার্লসের রান তখনও শূন্যচার্লস আউট হন ১ রানেএরপর কিংয়ের সঙ্গে দ্রুত রানের ধারা ধরে রাখেন বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া কাইল মেয়ার্সদ্বিতীয় উইকেটে ৪৪ বলে ৭৯ রান যোগ করেন দুজনকিং ফিফটি করেন ২৬ বলেনবম ওভারে ১০০ পেরিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজছয়টি করে চার ও ছক্কায় ৭৯ করে কিং যখন আউট হন, ১১ ওভারে দলের রান তখন ১১৫পরের বিপর্যয়ের আঁচ তখনও পাওয়া যায়নিকিন্তু তিন ছক্কায় ২৫ বলে ৩৪ করে মেয়ার্স আউট হওয়ার পরই ক্যারিবিয়ানদের উল্টো যাত্রার শুরুএক পাশে রোস্টন চেইস উইকেট আগলে রাখেন, আরেক পাশে উইকেট পড়তে থাকে নিয়মিতশেষ সাত ওভারে ছয় উইকেট হারিয়ে তারা রান তুলতে পারে কেবল ৪৩চেইস অপরাজিত রয়ে যান ৩০ বলে ৩২ করে২৬ রানে ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার ওটনিল বার্টমানদক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেকে ৩১ বছর বয়সী এই পেসারের চেয়ে ভালো পারফরম্যান্স আছে আর কেবল দুই বোলারেরদক্ষিণ আফ্রিকার রান তাড়ায় ইনিংসের প্রথম বলেই চার মারেন কুইন্টন ডি ককপরের বলেই তাকে আউট করে উল্লাসে মেতে ওঠেন ম্যাথু ফোর্ডপরের ওভারে রায়ান রিকলটনকে ফেরান চেইসরান বাড়ানোর কাজটি মূলত করতে থাকেন হেনড্রিকসতাকে কিছুটা সঙ্গ দেন ম্যাথু ব্রিটস্কে (১৯) ও ফন ডার ডাসেন (১৭)কিন্তু এই দুজনও লম্বা সময় টিকতে পারেনিদক্ষিণ আফ্রিকাও তাই পেরে ওঠেনি১০৮ রানে ৮ উইকেট হারানো দলকে দেড়শর কাছে এগিয়ে নেন মূলত হেনড্রিকসছয়টি করে চার ও ছক্কায় ক্যারিয়ার সেরা ৮৭ রান করে তিনি বিদায় নেন নবম ব্যাটসম্যান হিসেবেদক্ষিণ আফ্রিকার শেষ ছয় ব্যাটসম্যানের চারজনই আউট হন শূন্য রানেসিরিজের পরের ম্যাচ শনিবার
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৭৫/৮ (কিং ৭৯, চার্লস ১, মেয়ার্স ৩৪, চেইস ৩২*, ফ্লেচার ১, অ্যালেন ১, আকিল ২, ফোর্ড ৫, মোটি ১, শামার ০*; ফোরটান ২-০-১৪-০, এনগিডি ৪-০-৪১-০, কুটসিয়া ৪-০-৩০-১, বার্টমান ৪-০-২৬-৩, ফেলুকোয়াইয়ো ৪-০-২৮-৩, মুল্ডার ১-০-১৬-০, হেনড্রিকস ১-০-৮-০)
দক্ষিণ আফ্রিকা: ১৯.৫ ওভারে ১৪৭ (ডি কক ৪, হেনড্রিকস ৮৭, রিকলটন ৫, ব্রিটস্কে ১৯, ফন ডাসেন ১৭, মুল্ডার ০, ফেলুককোয়াইয়ো ৪, ফোরটান ০, কুটসিয়া ০, এনগিডি ৫, বার্টমান ০*; ফোর্ড ২.৫-০-২৭-৩, চেইস ২-০-১২-১, শামার ৩-০-২০-১, আকিল ১-০-১৪-০, অ্যালেন ৪-০-৩২-০, ম্যাককয় ৩-০-১৫-২, মোটি ৪-০-২৫-৩)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ২৮ রানে জয়ী
সিরিজ: তিন ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-০তে এগিয়ে
ম্যান অব দা ম্যাচ: ব্র্যান্ডন কিং
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য