ঢাকা , সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
খালিয়াজুরীতে স্পিডবোট ডুবি নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার প্রতিবছর টাইফয়েডে আক্রান্ত লাখো মানুষ, অধিকাংশই শিশু আমতলীতে সাবেক স্বামীকে শায়েস্তা করতে কিশোর গ্যাং ভাড়া আমতলীতে অবৈধভাবে মজুদ করা সার আটক শ্রীপুরের মাওনা চৌরাস্তা বৃষ্টি হলেই জলাবদ্ধতা জনদুর্ভোগ চরমে হিমাগারে পড়ে আছে ৭৮ হাজার মেট্রিক টন আলু পাচারকৃত অর্থ অনুসন্ধানের চেষ্টা করছে সরকার-অ্যাটর্নি জেনারেল দুর্নীতি মামলায় স্ত্রীসহ মতিউরের একদিনের রিমান্ড ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের রাজধানীসহ কয়েক স্থানে ভারী বৃষ্টি নির্বাচনের মহোৎসব ফেব্রুয়ারিতেই ফরিদপুরের ভাঙ্গায় সড়ক-রেলপথ অবরোধ: ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন, ইউপি চেয়ারম্যান আটক ফরিদপুরের ভাঙ্গায় সড়ক-রেলপথ অবরোধ: ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন, ইউপি চেয়ারম্যান আটক সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজেপির ডেমরা থানার কমিটিতে সেলিম মিয়া আহবায়ক ও মাহবুবুর রহমানকে সদস্য সচিব কমিটি ঘোষণা এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু

ক্লাস শুরুর পরও গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ে ফাঁকা আসনে ভর্তি চলবে

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ১২:০১:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ১২:০১:৪৫ অপরাহ্ন
ক্লাস শুরুর পরও গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ে ফাঁকা আসনে ভর্তি চলবে
গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে পঞ্চম ধাপের মেধাতালিকা থেকে চূড়ান্ত পর্যায়ে ভর্তি শুরু হবে আগামী ৩ আগস্ট, যা চলবে ৭ আগস্ট পর্যন্ত। ভর্তি শেষে ১১ আগস্ট থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে অবশ্যই ক্লাস শুরু করতে হবে। তবে এরপরও কোনো বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা থাকলে অপেক্ষমাণ তালিকা থেকে ফাঁকা আসনের তিন থেকে চারগুণ শিক্ষার্থী ডেকে ভর্তি করাতে পারবে। গত সোমবার রাতে অনুষ্ঠিত গুচ্ছের ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্তভাবে ভর্তি হতে হবে। এজন্য পূর্বে ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় সার্টিফিকেট ও কাগজপত্র সংগ্রহ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই সব কাগজপত্র জমা দিতে হবে। চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষে আগামী ১১ আগস্ট থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হবে। অধ্যাপক আনোয়ারুল আজীম আখন্দ বলেন, পূর্বঘোষিত পঞ্চম মেধাতালিকার মাধ্যমে গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কার্যক্রম শেষ হবে। তবে ক্লাস শুরুর পরও যদি কোনো বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা থাকে, তাহলে জরুরি সভা করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব অপেক্ষমাণ তালিকা থেকে ফাঁকা আসনের তিন থেকে চারগুণ শিক্ষার্থী ডেকে ভর্তি করাতে পারবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স