
ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার


টঙ্গী থেকে দেওয়ান রফিকুল ইসলাম মাখন
গাজীপুরের টঙ্গী হোসেন মার্কেট এলাকায় ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়ার ৩৬ ঘণ্টা পর এক নারীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গীর বাস্তুহারা বিলে কচুরিপানার নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম ফারিয়া তাসনিন (৩২)। তিনি চুয়াডাঙ্গার মুনসি অলিউল্লা আহম্মেদের মেয়ে। ঢাকার মিরপুরে বসবাস করতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর বরাতে জানা যায়, গত রোববার রাতে মার্কেটিংয়ের কাজে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় যান ফারিয়া। রাত সোয়া ৮টার দিকে কাজ শেষে ফেরার পথে খোলা একটি ম্যানহোলে পড়ে তিনি নিখোঁজ হন। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। টানা অনুসন্ধানেও ম্যানহোলের ভেতরে তার সন্ধান পাওয়া যায়নি। পরে গতকাল মঙ্গলবার সকালে টঙ্গীর বাস্তুহারা বিলে কচুরিপানার নিচে তার লাশ ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে, ম্যানহোলে পড়ে মৃত্যুর পর তার লাশ ড্রেনের পানির প্রবাহে ভেসে গিয়ে বিলে পৌঁছায়। টঙ্গী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ একাধিক টিম ড্রেনের বিভিন্ন অংশে অনুসন্ধান চালায়। দীর্ঘ ৩৬ ঘণ্টা পর বাস্তুহারা বিলের কচুরিপানার নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ