নিজের জন্মদিনের রেশ কাটতে না কাটতেই লাইভ কনসার্টে অপ্রত্যাশিত ওয়ারড্রব ম্যালফাংশনের মুখে পড়লেন মার্কিন পপ সেনসেশন জেনিফার লোপেজ। পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে এক জমকালো কনসার্টে পারফর্ম করছিলেন ৫৬ বছর বয়সী এই গায়িকা। এসময় তার পরনে ছিল সোনালি রঙের সিকুইন বিকিনি টপ ও স্কার্ট। গান গাইতে গাইতে হেঁটে যাচ্ছিলেন তিনি। হঠাৎ খুলে তার স্কার্ট। মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নেন লোপেজ। শুধু তাই নয়, স্কার্ট খুলে গেলেও নাচ থামাননি এই পপ তারকা। পাশে থাকা এক সহশিল্পী স্কার্টটি পুনরায় তাকে পরিয়ে দেন। পুরো ঘটনাকে স্বাভাবিকভাবে নিয়ে কনসার্ট চালিয়ে যান জেনিফার। উপস্থিত দর্শক ও অনুরাগীদের উদ্দেশ্যে হাসতে হাসতে বলেন, “আমি খুশি আজ অন্তর্বাস পরেছি, সাধারণত আমি পরি না।” এসময় যিনি স্কার্টটি তাকে পরিয়ে দেন, তাকে উদ্দেশ করে জেনিফার মজা করে বলেন, “তুমি এটা রাখতে পারো। আমি এটা ফেরত চাই না।” এরপর গান পরিবেশনের মাঝে জেনিফার বলেন, “সত্যি বলি, রাতে মাঝে মাঝে আমার মুড পরিবর্তন হয়। কখনো ভালো লাগে, আবার কখনো একটু রোমান্টিক লাগে। সম্ভবত গ্রীষ্মের গরমের কারণেই আজ একটু বেশি দুষ্টু লাগছে নিজেকে।” ঘটনাটির একাধিক ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটি ভিডিও ক্লিপ ২৪ ঘণ্টায় দেড় কোটির বেশি মানুষ দেখেছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

ওয়ারড্রব ম্যালফাংশনের শিকার হলেন জেনিফার লোপেজ
- আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০৭:৪৯:৩৫ অপরাহ্ন
- আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০৭:৪৯:৩৫ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ