
ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট
- আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০৪:২১:১৫ অপরাহ্ন
- আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০৪:২১:১৫ অপরাহ্ন


জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে সাময়িক ওয়াকআউট করেছে বিএনপির প্রতিনিধি দল। গতকাল সোমবার রাজধানীর ফরেন সার্ভিস সার্ভিস একাডেমিতে ২০তম দিনের বৈঠক শুরুর কয়েক মিনিট পরই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বের হয়ে যান। রাষ্ট্রের সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নির্বাচন কমিশন বাদে অন্য চারটি প্রতিষ্ঠানের বিষয়ে আলোচনা হলে বিএনপি অংশগ্রহণ করবে না। গত ২২ জুলাই জানিয়ে দিয়েছিল বিএনপি। সাংবাদিকদের তিনি জানান, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক), মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল বিধান সম্পর্কিত আলোচনা করায় মূলত এ ওয়াকআউট। তিনি জানান, ওয়াকআউট করলেও দিনের অধিবেশনে যেকোনো সময় যোগ দিতে পারেন তারা। পরে গতকাল সোমবার দুপুর ১টায় বৈঠকে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ