
যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশবিরোধী গোপন চুক্তি করা চলবে নাÑ বাংলাদেশ ন্যাপ
- আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ১২:০৬:৫৮ অপরাহ্ন
- আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ১২:০৬:৫৮ অপরাহ্ন


মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশবিরোধী গোপন চুক্তি করা চলবে না মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) শীর্ষ দুই নেতা বলেছেন, অন্তর্বর্তী সরকার জনগণের মতামতের তোয়াক্কা না করে জনগণকে অন্ধকারে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশবিরোধী গোপন চুক্তি করেছে, যা দেশবাসী কোনোভাবেই গ্রহণ করবে না। এই ক্রান্তিকালে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের মহানায়ক মওলানা ভাসানীর প্রদর্শিত পথই মুক্তির পথ। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া এসব কথা বলেন। তারা বলেন, ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণ ভেবেছিল, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সঙ্গে করা বিভিন্ন দেশের গোপন চুক্তি জনগণের সামনে উন্মুক্ত হবে এবং তা বাতিল হবে। কিন্তু তা না করে অন্তর্বর্তী সরকার তা এখনও অব্যাহত রেখেছে। অন্তর্বর্তী সরকার এখতিয়ার বহির্ভূতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তি করেছে। সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে দেশের স্বার্থবিরোধী কর্মকান্ড সম্পাদনের জন্য বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসায়নি। বাংলাদেশ ন্যাপ মনে করে দেশবাসীর সমর্থন ছাড়া এ ধরনের তৎপরতার ক্ষেত্রে ভিন্ন কোনো অসৎ-উদ্দেশ্য রয়েছে। নেতারা বলেন, সরকারের সাম্রাজ্যবাদী শক্তির তোষণনীতির কারণে দেশ ভবিষ্যতে বাংলাদেশ সাম্রাজ্যবাদের যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে। এ সব ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে হবে। দেশের জনগণকে এ ধরনের চক্রান্ত প্রতিরোধে শামিল হতে হবে।
ন্যাপের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মওলানা ভাসানীর মাজার জিয়ারত: বাংলাদেশ ন্যাপের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সাংগঠনিক সম্পাদক মিতা রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল টাঙ্গাইলের সন্তোষে ন্যাপের প্রতিষ্ঠাতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়াত করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় আরও ছিলেন- বাংলাদেশ ন্যাপের কৃষি বিষয়ক সম্পাদক শফিকুল আলম শাহীন, উপ-প্রচার সম্পাদক রবিউল আওয়াল কনক, টাঙ্গাইর জেলা নেতা আবদুস সোবহান, আকিলুর রহমান, সানজিদা রহমান, আখলিমা বেগমসহ অন্যান্য নেতারা।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ