
দুই তরুণের স্বপ্ন, সারা বিশ্বের বাংলাদেশীদের সহজ জীবন
- আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৩:২২:৫৪ অপরাহ্ন
- আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৩:২২:৫৪ অপরাহ্ন


“দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন” শিরোনামে দীর্ঘদিন ধরে চলা অভিজ্ঞতার ফসল হিসেবে সকল বাংলাদেশীদের জন্য একটা ইউনিভার্সাল সল্যুশন নিয়ে যাত্রা শুরু করেছে www.listolet.com। দুই তরুণের উদ্ভাবিত এই প্লাটফর্ম-গ্লোবাল বাংলাদেশি কমিউনিটিতে সবার জন্য একটা সেতু বন্ধন তৈরি করবে এবং সবাই নিজেদের দৈনন্দিন চাহিদাগুলো পূরণ করতে পারে এক প্লাটফর্ম থেকেই।
লিস্টুলেট - এর প্রধান উদ্দেশ্য হচ্ছে দেশে এবং প্রবাসে থাকা বাংলাদেশীদের প্রত্যেকের জীবন আরও একটু সহজ করা। পৃথিবী যেদিকে যাচ্ছে তাতে করে টেকনোলজি ছাড়া আমাদের জীবন কঠিন হয়ে পড়ছে। আর তাই সেখানেই এক বন্ধনের বার্তা নিয়ে আসছে www.listolet.com। এই প্লাটফর্মটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে বাংলাদেশিরা তাদের নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন বিষয়গুলো একই সাথে খুঁজে নিতে এবং দিতে পারবে। আনন্দের বিষয় হচ্ছে Ñ এর জন্য কোনও টাকা পয়সা লাগবে না।
এই প্লাটফর্মে শুরুতেই যুক্ত হয়েছে দৈনন্দিন প্রয়োজনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগ, যেমন Ñ বাসা ভাড়া, খাবার, রিয়েল স্টেট, ব্যক্তিগত দোকান, হোম ফার্নিচার, পুরুষ ও নারী ফ্যাশন, শিশুদের জোন, রুমমেট খোঁজা, অফিস স্পেস, টিউটর, বই, হোটেল ও ট্রাভেল, ড্রাইভার প্রয়োজন, চাকরি, কেনা-বেচা-ভাড়া, সার্ভিস ও টেকনিক্যাল সহায়তা, বিবাহ সংক্রান্ত, অনুদান, শিল্পীদের জন্য Studio এবং Community সহায়তা। সময়ের সঙ্গে সঙ্গে চাহিদা অনুযায়ী নতুন ফিচার যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। এই বিষয়গুলো এই প্লাটফর্মে লগ ইন করে যে কেউ পোস্ট অথবা লিস্ট করতে পারবেন।
www.listolet.com -এর ব্যবহারকারীরা জানতে পারবেন কোন বিষয়গুলো এখন পপুলার অথবা ট্রেন্ডিং, কোথায় কোন ইভেন্ট চলছে এবং কোন জায়গায় গিয়ে সময় কাটানো যেতে পারে। এই সব কিছুর সাথে প্রত্যেকেই নিজেকে যুক্ত ও আপডেট রাখতে পারবেন। সাইটটি এমনভাবে ডেভলপ করা হয়েছে যেন পৃথিবীর প্রত্যেক লোকাল কমিউনিটি একে অপরের সাথে একটা সংযোগ স্থাপন করতে পারেন। এতে করে স্থানীয় কমিউনিটির মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় হবে।
প্লাটফর্মে রয়েছে “সিস্পসিয়াম গ্যালারি” নামে একটি বিশেষ জায়গা, যেখানে যে কেউ বিভিন্ন ক্যাটাগরিতে লিখে ফেলতে পারেন নিজের জীবনের গল্পÑ সংগ্রাম সাফল্য, আনন্দ, দুঃখ কিংবা অন্য কোনো অভিজ্ঞতা, যা সমাজে ইতিবাচক বার্তা দিতে পারে। বাছাইকৃত গল্প থেকে প্রকাশিত হবে একটি বিশেষ ম্যাগাজিন। সেটি পাওয়া যাবে দেশে এবং নিউইয়র্কের প্রতিটি বাঙালি অধ্যুষিত জায়গায় এবং উন্মুক্ত থাকবে সারা দুনিয়ার বাঙ্গালী মানুষের জন্য। সেখান থেকে আরও বাছাইকৃত সম্পাদনার পর সেই গল্প থেকেই বানানো হবে নিয়মিত ভিডিও কনটেন্ট। যা অনাগত অভিবাসীর ও দেশের মানুষের কাছে অগ্রিম সম্ভাবনা। তাই আর দেরি না করে লিখুন, বলুন আপনার না বলা কথা সিস্পসিয়াম গ্যালারিতে।
এখানেই শেষ নয়। বাংলা সংস্কৃতিতে www.listolet.com অবদান রাখতে চায়। মেলে ধরতে চায় পৃথিবীর সকল বাংলাদেশি ভাই-বোনদের কাছে। এই যাত্রায় বাংলাদেশের পুরনো এবং নতুন শিল্পীদের মাঝে একটা যোগসূত্র তৈরি করার চেষ্টা চলছে। সেই লক্ষ্যে এখানে থাকছে প্রতি মাসেই নতুন নতুন গান। “প্রিয় বাংলাদেশ” শিরোনামে প্রথম গান রিলিজ করা হয়েছে। যা গেয়েছেন বাংলাদেশের অগণিত গানের শিল্পী আগুন। এছাড়াও, এখানে দেশি এবং বিদেশি ওয়েব সিরিজ এবং মুভি রিলিজ করা হবে।
www.listolet.com পেছনে রয়েছেন দুই আমেরিকান প্রবাসী বাঙালি বন্ধুÑ সারওয়ার হাবীব ও তারেক হাসান। সারওয়ার হাবীব পড়াশুনা শেষ করেছেন সিনেমা নিয়ে ব্রুকলিন কলেজে আর তারেক হাসান ওয়েস্টার্ন গভারনরস ইউনিভার্সিটিতে আইটি থেকে। তাদের মতে এই প্লাটফর্মটি সব বাংলাদেশিদের। দুই জনেরই ভাষা-এই প্লাটফর্ম সফল হবে তখনই, যখন ব্যবহারকারীরা নিজেদের অংশ হিসেবে এতে যুক্ত হবেন। এছাড়াও আপনারা কী দেখতে চান, কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন এবং আমাদের ভুল ত্রুটি আমরা কিভাবে সমাধান করতে পারি এবং আরও কি কি বিষয়গুলো এখানে যোগ করতে পারি এ জন্য আমাদের সোশ্যাল মিডিয়া পেজে লিখুন এবং কমেন্টস করে আমাদের জানান। সেই অনুযায়ী প্লাটফর্মটি আরও উন্নত ও সহায়ক হয়ে উঠবে। দেশ-বিদেশের বাংলাদেশিদের এক সূত্রে গাঁথা এই চেষ্টায় সকল বাংলাদেশিরাই হচ্ছেন এই প্লাটফর্মের মূল চালিকাশক্তি। তাই লগইন করুন www.listolet.com আপনার প্রয়োজন অনুসারে খুঁজুন, পোস্ট করুন, যুক্ত থাকুন দেশে এবং বিদেশে প্রিয়জনের সাথে এক সাথে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ