ঢাকা , সোমবার, ২৮ জুলাই ২০২৫ , ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
অবিলম্বে সংস্কার গণহত্যার বিচার ও নতুন সংবিধান প্রণয়ন করতে হবে-নাহিদ রাতারাতি শত কোটি টাকার মালিক কাজল মোল্লা রাজধানীর মোহাম্মদপুর থানায় ১০ লাখ টাকার মাদক গায়েব ২৬ দিনে ১৯৩ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৯ জনস্বাস্থ্যের প্রকল্পে নজিরবিহীন অনিয়ম চাঁদাবাজিকালে আটক বৈষম্যবিরোধীর ৩ ও ছাত্রসংসদের ১ নেতা রিমান্ডে দেহাবশেষগুলো ছিল পরিচয় না পাওয়া ২ শিক্ষার্থীর পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকার জরুরি-ফখরুল ফ্যাসিস্ট সরকারের কাজগুলো আন্তর্জাতিকভাবে ডকুমেন্টারি হয়ে আছে-উপদেষ্টা ফরিদা আমরা বিকৃত ইতিহাস থেকে সত্যকে উদ্ধার করতে চাই-উপদেষ্টা আদিলুর ড. ইউনূসের মালয়েশিয়া সফর ঘিরে কূটনৈতিক তৎপরতা জোরদার দুই তরুণের স্বপ্ন, সারা বিশ্বের বাংলাদেশীদের সহজ জীবন ইমেজ সংকটে এনসিপি পাল্টে যাচ্ছে ঢাবির চেহারা গত বছর বিএনপির আয় প্রায় ১৬ কোটি, ব্যয় প্রায় ৪ কোটি টাকা টাকা ছাড়া মামলার নথি শুনানির জন্য যায় না আদালতে যশোর-খুলনা মহাসড়কের মুড়লীতে আরসিসি রিজিট ঢালাইয়ে ব্যাপক অনিয়ম তিন মডেলের ওয়ালটন মনিটর এখন আরো সাশ্রয়ী মূল্যে বগুড়ায় কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনে ইসির আবেদন আহ্বান

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ১১:০০:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ১১:০০:৪১ পূর্বাহ্ন
নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনে ইসির আবেদন আহ্বান
‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’-এর আওতায় পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনে আগ্রহী ও যোগ্য বেসরকারি সংস্থাগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রোববার ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে আগ্রহী সংস্থাগুলোকে পাঁচ বছরের জন্য নিবন্ধন দেওয়া হবে। এই সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনগুলো পর্যবেক্ষণ করতে পারবে নিবন্ধিত সংস্থাগুলো। আগ্রহী সংস্থাগুলোকে নির্ধারিত আবেদনপত্র (ইও-১ ফরম) পূরণ করে আগামী ১০ আগস্ট, অফিস সময় বিকেল ৫টার মধ্যে সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা বরাবর আবেদন দাখিল করতে হবে। আবেদনপত্র সংগ্রহ করা যাবে নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা (কক্ষ নম্বর ১০৫) এবং ইসির ওয়েবসাইট িি.িবপং.মড়া.নফ থেকে। বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের যোগ্যতা হিসেবে বলা হয়েছে- আবেদনকারী সংস্থাকে অবশ্যই বাংলাদেশের কোনো আইন অনুযায়ী নিবন্ধিত হতে হবে। গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করছে এমন সংস্থাই কেবল আবেদন করতে পারবে। সংস্থার গঠনতন্ত্রে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন বিষয়ে জনসচেতনতা এবং তথ্য প্রচারের অঙ্গীকার থাকতে হবে। কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিরা যদি সংস্থার প্রধান নির্বাহী, পরিচালনা পর্ষদ বা ব্যবস্থাপনা কমিটির সদস্য হন, তবে সে সংস্থা নিবন্ধনের অযোগ্য বলে বিবেচিত হবে। এছাড়া, রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই- এ মর্মে সংস্থার প্রধান নির্বাহী ও পরিচালনা পর্ষদের সদস্যদের হলফনামা জমা দিতে হবে। যেসব সংস্থার নাম জাতীয় বা আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সম্পূর্ণ মিল বা বিভ্রান্তিকরভাবে সাদৃশ্যপূর্ণ, সেসব সংস্থা নিবন্ধনের অযোগ্য হিসেবে গণ্য হবে। আন্তর্জাতিক বা আঞ্চলিক সংস্থার নামের সঙ্গে সাদৃশ্য থাকলে সংশ্লিষ্ট সংস্থার লিখিত অনাপত্তিপত্র জমা দিতে হবে। আবেদনের সঙ্গে যেসব নথি সংযুক্ত করতে হবে: নিবন্ধন কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত সংস্থার গঠনতন্ত্র। অনুমোদিত ট্রাস্টি বোর্ড বা কার্যনির্বাহী কমিটির তালিকা। নিবন্ধন সনদের সত্যায়িত কপি (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক)। সংস্থার নিবন্ধিত ঠিকানা ও প্রয়োজনে তার হালনাগাদকৃত প্রমাণ। নিবন্ধন কর্তৃপক্ষের নাম, ঠিকানা ও অনুমোদিত কার্যাবলীর তালিকা। সর্বশেষ দুই বছরের বার্ষিক কর্মপরিকল্পনা ও কার্যক্রমের প্রতিবেদন। দেশি বা বিদেশি অংশীদার সংস্থার অনাপত্তিপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ বা নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। বিস্তারিত তথ্যের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখায় (কক্ষ নম্বর-১০৫) যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ