ঢাকা , সোমবার, ২৮ জুলাই ২০২৫ , ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ভারতের মন্দিরে পদদলিত হয়ে নিহত ৬ জাপানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তিনটি ড্রোন শনাক্ত জাপানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তিনটি ড্রোন শনাক্ত প্রায় ২০ শতাংশ কর্মী ছাঁটাই করবে নাসা মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ খেলোয়াড়কে বিক্রির সিদ্ধান্ত নিচ্ছে রিয়াল গ্যালারিতে মেসি, জয়হীন রইলো মায়ামি জাভির আবেদনপত্রটি ছিলো ভুয়া! চতুর্থ টি-টোয়েন্টিতেও জয় পেলো অজিরা ইতিহাসের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেন পাওয়েল ভারতীয় ক্রিকেটারদের দিকে সমালোচনার তির ছুঁড়লেন দানিশ রেফারিদের প্রশিক্ষণে আমন্ত্রণ পেয়েও যোগ দিলেন না মাহমুদউল্লাহ প্রকাশিত হলো এশিয়া কাপের চূড়ান্ত সূচি শিক্ষার্থীদের দিয়ে উত্তরপত্র মূল্যায়ন ৮ পরীক্ষককে আজীবন অব্যাহতি শিশু ও তরুণরা হয়ে উঠুক আগামী দিনের দেশপ্রেমিক-আইজিপি অন্তর্বর্তী সরকার মেরুদণ্ডহীন ও দুর্বল : নুর দগ্ধ আরও দুজনের মৃত্যু বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেল দগ্ধ দুই শিক্ষার্থী শ্রীপুরে শ্রমিকদের ১০ দফা দাবিতে ২ ঘন্টা মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মানসিক আঘাতগ্রস্তদের চিকিৎসার তদারকির জন্য কমিটি গঠন

খেলোয়াড়কে বিক্রির সিদ্ধান্ত নিচ্ছে রিয়াল

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৮:০০:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৮:০০:০২ অপরাহ্ন
খেলোয়াড়কে বিক্রির সিদ্ধান্ত নিচ্ছে রিয়াল
এবারের গ্রীষ্মকালীন দলবদলে একের পর এক চমক দেখাচ্ছে রিয়াল মাদ্রিদ। মৌসুমের শুরুতেই বেশ কয়েকজন ফুটবলারকে কেনার পর এবার নিজেদের স্কোয়াড হালকা করার পথে হাঁটছে লস ব্লাঙ্কোসরা। কোচ জাবি আলোনসোর অধীনে স্কোয়াডে বর্তমানে ২৫ জন খেলোয়াড় আছেন। তাই আপাতত নতুন কাউকে দলে নেওয়ার আগে কিছু খেলোয়াড়কে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। চলতি মৌসুমে এখন পর্যন্ত ডিন হুইসেন, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো এবং আলভারো কারিয়াসকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। সামনে মিডফিল্ডে নতুন খেলোয়াড় সংযোজনের চিন্তা থাকলেও সেটি স্কোয়াড থেকে অন্তত একজন খেলোয়াড় বিদায় নেবেন কি না, তার ওপর নির্ভর করছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। কোচ আলোনসোর অধীনে একাদশে জায়গা ধরে রাখতে তাকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। এই সুযোগে লিভারপুল ও পিএসজির সঙ্গে তার নাম জড়িয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও এস জানিয়েছে, রিয়াল মাদ্রিদ তার জন্য উপযুক্ত প্রস্তাব এলে সেটি বিবেচনা করবে। এদিকে বাম প্রান্তে আলভারো কারিয়াসের আগমনে পিছিয়ে পড়েছেন ফেরলান্দ মেন্দি। ক্লাবটি তাকে ছাড়ার ব্যাপারে আগ্রহী। তার বিকল্প হিসেবে ফ্রান গার্সিয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছে ক্লাব। আবার ডেভিড আলাবার ইনজুরি প্রবণতা ও সেন্টার-ব্যাক পজিশনে প্রতিযোগিতা বাড়ায় তাকেও বিক্রির তালিকায় রাখা হয়েছে। বর্তমানে পঞ্চম পছন্দ হিসেবে রয়েছেন আলাবা। তার চেয়ে বেশি প্রাধান্য পাচ্ছেন হুইসেন, আন্তোনিও রুডিগার, এডার মিলিতাও এবং তরুণ রাউল আসেনসিও। তাই চুক্তির মেয়াদ থাকলেও চলতি মৌসুমেই আলাবার বিদায় হতে পারে। এছাড়া দানি সেবায়োসকে নিয়েও আছে ধোঁয়াশা। পুরনো ক্লাব রিয়াল বেতিসে ফেরার সম্ভাবনা থাকলেও আপাতত তাকে স্কোয়াডে রাখছে মাদ্রিদ। তবে নতুন মিডফিল্ডার এলে তার অবস্থান হুমকির মুখে পড়বে। তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এনড্রিক ফিলিপের অবস্থানও খুব একটা সুবিধাজনক নয়। আলোনসোর পরিকল্পনায় কিলিয়ান এমবাপ্পে ও গঞ্জালো গার্সিয়াকে প্রধান স্ট্রাইকার হিসেবে দেখা হচ্ছে। ফলে এনড্রিকের খেলার সময় কমে যাবে। এখনো ক্লাব ছাড়তে চান না তিনি। তবে মূল একাদশে জায়গা পেতে তাকে হয়তো আরো অপেক্ষা করতে হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রকাশিত হলো এশিয়া কাপের চূড়ান্ত সূচি

প্রকাশিত হলো এশিয়া কাপের চূড়ান্ত সূচি