ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা বাণিজ্য বাড়াবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ নুরের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ- অ্যাটর্নি জেনারেল একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না সাত বছর পর চীন সফরে গেলেন নরেন্দ্র মোদি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর- তারেক রহমান অদৃশ্য অরাজকতায় ষড়যন্ত্রের আভাস পোরশায় সবজি বাজারে ঊর্ধ্বগতি, কিনতে ক্রেতাদের পকেট খালি ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করতে হবে গোমস্তাপুরে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন, তরুণদের অনুপ্রেরণা শরিফুল ইসলাম গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে-সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে ইসি রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা-তাহের আদালতের প্রতি ‘আস্থা’ নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী

চতুর্থ টি-টোয়েন্টিতেও জয় পেলো অজিরা

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৭:৫৮:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৭:৫৮:১৪ অপরাহ্ন
চতুর্থ টি-টোয়েন্টিতেও জয় পেলো অজিরা
রান তাড়ায় ম্যাচ জেতার ক্ষেত্রে তারাই সেরা, আবারও প্রমাণ করলো অস্ট্রেলিয়া। ২০৬ রান তাড়া করে চতুর্থ টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে অসিরা। ৩ উইকেটের জয়ে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেছে মিচেল মার্শের দল। এতে টেস্টের পর সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজেও হোয়াইটওয়াশের শঙ্কায় পড়েছে ক্যারিবীয়রা। বাংলাদেশ সময় গতকাল রোববার সকালে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ২০৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে ৪ বলে হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটি মাত্র ৩১ রানের হলেও লড়াই করার মতো পুঁজি বোর্ডে জমা হয়েছিল। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিস ও ক্যামেরন গ্রিনের বিধ্বংসী ব্যাটিংয়ে উড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের হয়ে ১৫ বলে ৩১ রান করেন শারফেন রাদারফোর্ড। রোভম্যান পাওয়েল ২২ আর রোমারিও শেফার্ড ১৮ বলে নেন ২৮ রান করে। জেমস হোল্ডার ১৬ বলে ২৬ ও ওপেনার ব্রান্ডন কিংস ১০ বলে ১৮ রান করেন। মূলত বড় কোনো জুটি না হওয়ায় পুঁজি ২৫০ এর কাছাকাছি নিতে পারেনি ক্যারিবীয়রা। অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট শিকার করেন অ্যাডাম জাম্পা। ২টি করে উইকেট দখল করেন অ্যারন হার্ডি, জাভিয়ার বার্টলেট ও শন অ্যাবট। এর ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ১৮ বলে ৪৭ (১ চার ৬ ছক্কা) ও জস ইংলিস ৩০ বলে ৫১ (১০ চার ১ ছক্কা) করে আউট হন। ৩৫ বলে ৫৫ রানের (৩টি চার ও ছক্কা) হার না মানা ইনিংস খেলে দল জিতিয়ে মাঠ ছাড়েন ক্যামেরন গ্রিন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স