ঢাকা , সোমবার, ২৮ জুলাই ২০২৫ , ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ভারতের মন্দিরে পদদলিত হয়ে নিহত ৬ জাপানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তিনটি ড্রোন শনাক্ত জাপানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তিনটি ড্রোন শনাক্ত প্রায় ২০ শতাংশ কর্মী ছাঁটাই করবে নাসা মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ খেলোয়াড়কে বিক্রির সিদ্ধান্ত নিচ্ছে রিয়াল গ্যালারিতে মেসি, জয়হীন রইলো মায়ামি জাভির আবেদনপত্রটি ছিলো ভুয়া! চতুর্থ টি-টোয়েন্টিতেও জয় পেলো অজিরা ইতিহাসের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেন পাওয়েল ভারতীয় ক্রিকেটারদের দিকে সমালোচনার তির ছুঁড়লেন দানিশ রেফারিদের প্রশিক্ষণে আমন্ত্রণ পেয়েও যোগ দিলেন না মাহমুদউল্লাহ প্রকাশিত হলো এশিয়া কাপের চূড়ান্ত সূচি শিক্ষার্থীদের দিয়ে উত্তরপত্র মূল্যায়ন ৮ পরীক্ষককে আজীবন অব্যাহতি শিশু ও তরুণরা হয়ে উঠুক আগামী দিনের দেশপ্রেমিক-আইজিপি অন্তর্বর্তী সরকার মেরুদণ্ডহীন ও দুর্বল : নুর দগ্ধ আরও দুজনের মৃত্যু বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেল দগ্ধ দুই শিক্ষার্থী শ্রীপুরে শ্রমিকদের ১০ দফা দাবিতে ২ ঘন্টা মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মানসিক আঘাতগ্রস্তদের চিকিৎসার তদারকির জন্য কমিটি গঠন

প্রকাশিত হলো এশিয়া কাপের চূড়ান্ত সূচি

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৭:৫৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৭:৫৫:২৪ অপরাহ্ন
প্রকাশিত হলো এশিয়া কাপের চূড়ান্ত সূচি
একদিন আগেই মিডিয়ার কল্যাণে ক্রিকেটপ্রেমীরা জেনে গিয়েছিল, আগামী এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে একই গ্রুপে পড়তে যাচ্ছে ভারত এবং পাকিস্তান। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি তখনও। গত শনিবার বিকেলেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মাহনিস নাকভি এক্স হ্যান্ডলে দেয়া এক বার্তায় জানিয়ে দিয়েছেন ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ক্রিকেটের ১৭তম আসর এবং ভেন্যু হবে আরব আমিরাত। একই সময় তিনি জানিয়েছিলেন, বিস্তারিত সূচি জানিয়ে দেয়া হবে। চেয়ারম্যান মাহসিন নাকভি এক্সে পোস্ট করার কিছুক্ষণ পরই এসিসির পক্ষ থেকে গ্রুপিং এবং বিস্তারিত সূচি প্রকাশ করা হয়। তাতে দেখা যাচ্ছে, ‘এ’ গ্রুপে রাখা হয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তানকে। মোট আটটি দল অংশ নিচ্ছে এশিয়া কাপে। চারটি করে দল নিয়ে তৈরি করা হয়েছে দুটি গ্রুপ। এই দুই গ্রুপ থেকে সেরা দুটি করে মোট চারটি দল নিয়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় রাউন্ড। সেখানেও রাউন্ড রবিন লিগ শেষে সেরা দুটি দল খেলবে ফাইনাল।
 
‘এ’ গ্রুপে রয়েছে- ভারত, পাকিস্তান, আরব আমিরাত ও ওমান।
‘বি’ গ্রুপে রয়েছে- বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
 
গত মে মাসে কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে চারদিনের যুদ্ধ শুরু হওয়ার আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছিল, শুধু দ্বিপাক্ষিক সিরিজই নয়, আইসিসি কিংবা এসিসির কোনো টুর্নামেন্টেও তারা আর পাকিস্তানের বিপক্ষে খেলতে চায় না। বিসিসিআইয়ের ওই ঘোষণার পর এবারের এশিয়া কাপ আয়োজন নিয়েই একটা সংশয় তৈরি হয়েছিল। তবে, গত বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত এসিসির বার্ষিক সাধারণ সভায় এশিয়া কাপের গ্রুপিং এবং সূচি চূড়ান্ত করা হয়। যদিও এসিসি চেয়ারম্যান মাহসিন নাকভি তখন এ বিষয়ে ঘোষণা দেননি। জানিয়েছিলেন, আয়োজক দেশ ভারতের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত জানাবেন। অবশেষে সেই সূচি ঘোষণা হলো। ভারত-পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর। দুই দল যদি ফাইনালে ওঠে, তাহলে এই টুর্নামেন্টেই আরও দু’বার মুখোমুখি হবে তারা। ফাইনাল ছাড়াও মুখোমুখি হতে পারে দ্বিতীয় রাউন্ডে। ৯ সেপ্টেম্বর আফগানিস্তান এবং হংকংকে দিয়ে শুরু হবে এশিয়া কাপ টুর্নামেন্ট। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর।
 
এশিয়া কাপে গ্রুপ পর্বের সূচি-
৯ সেপ্টেম্বর, আফগানিস্তান-হংকং
১০ সেপ্টেম্বর, ভারত-আরব আমিরাত
১১ সেপ্টেম্বর, বাংলাদেশ-হংকং
১২ সেপ্টেম্বর, পাকিস্তান-ওমান
১৩ সেপ্টেম্বর, বাংলাদেশ-শ্রীলঙ্কা
১৪ সেপ্টেম্বর, ভারত-পাকিস্তান
১৫ সেপ্টেম্বর, আরব আমিরাত-ওমান
১৫ সেপ্টেম্বর, শ্রীলঙ্কা-হংকং
১৬ সেপ্টেম্বর, বাংলাদেশ-আফগানিস্তান
১৭ সেপ্টেম্বর, পাকিস্তান-আরব আমিরাত
১৯ সেপ্টেম্বর, ভারত-ওমান
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রকাশিত হলো এশিয়া কাপের চূড়ান্ত সূচি

প্রকাশিত হলো এশিয়া কাপের চূড়ান্ত সূচি