ঢাকা , শনিবার, ১৯ জুলাই ২০২৫ , ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
শিক্ষক সঙ্কটে প্রাথমিক শিক্ষার বেহাল দশা আড়ালে শক্তির জানান দিতে চায় জামায়াত নির্বাচন নিয়ে সংশয় উৎকণ্ঠায় বিএনপি পিআর পদ্ধতি খায় না মাথায় দেয়-প্রশ্ন সালাহউদ্দিনের ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪ গুলিতে নিহতদের ময়নাতদন্ত কেন হয়নি হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা ছিল-সাবেক আইজিপি গোপালগঞ্জে গ্রেফতার আতঙ্ক ক্ষতির মুখে ব্যবসায়ীরা মাদ্রাসার মোহতামিমকে অবরুদ্ধ করে কমিটিতে বিএনপি নেতার স্বাক্ষর কুষ্টিয়ায় ‘চাঁদা না পেয়ে’ হামলার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে গাজীপুরে কাভার্ড ভ্যানচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত সুনামগঞ্জে পানিতে ডুবে মা-মেয়ের মৃত্যু সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত র‌্যাবের পোশাকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫ জন কারাগারে যান্ত্রিক ত্রুটির কবলে পড়া বিমান দুবাই থেকে ফিরল ৩০ ঘণ্টা বিলম্বে সাঁতার জানতেন ইবি শিক্ষার্থী সাজিদ, পুকুরে ডুবে মৃত্যু রহস্যজনক চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ বিএনপির ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ তিন লাখ মানুষের জন্য তিনজন চিকিৎসক গোপালগঞ্জে হামলাকারীদের ছাড় দেওয়া হবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা

এমপি আজীমের হত্যাকারীরা প্রায় চিহ্নিত : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৪ ০১:০৯:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৪ ০১:১০:১৭ অপরাহ্ন
এমপি আজীমের হত্যাকারীরা প্রায় চিহ্নিত : স্বরাষ্ট্রমন্ত্রী এমপি আজীমের হত্যাকারীরা প্রায় চিহ্নিত : স্বরাষ্ট্রমন্ত্রী
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারের হত্যাকারীদের প্রায় চিহ্নিত করে ফেলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানতিনি জানান, শুধু ঘোষণা বাকিদুই দেশের গোয়েন্দা সংস্থা একমত হতে পারলে ঘোষণা দেওয়া হবেলাশ এখনো উদ্ধার করা যায়নিযে পর্যন্ত লাশ উদ্ধার করা যাবে, সে পর্যন্ত অফিসিয়ালি সাংবাদিকদের কিছু বলা যাচ্ছে নাগতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানানস্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত নতুন কিছু আমাদের কাছে আসেনিআমাদের পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং ভারতের পুলিশ ও গোয়েন্দা সংস্থা মিলে দুই দেশ থেকেই আমরা কাজ করছি, যাতে আরও কিছু তথ্য বেরিয়ে আসেতিনি বলেন, আমরা সুনিশ্চিত হয়েছি তাকে হত্যা করা হয়েছেযারা হত্যা করেছেন, তাদের মুখ থেকে আমরা এসব শুনেছিতবে লাশ এখনো উদ্ধার করতে পারিনিআমরা লাশ উদ্ধারের চেষ্টা করে যাচ্ছিস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, তদন্ত মোটামুটি গুছিয়ে এনে আপনাদের জানাবআমরা এখনো নতুন কোনো আপডেট এ মুহূর্তে দিতে পারছি নাআর কোনো সংবাদ আমরা পাইনিতিনি বলেন, এটুকু বলতে পারি, প্রায় আমরা প্রায় চিহ্নিত করেছিকারা হত্যা করেছেন, তাদের প্রায় চিহ্নিত করে ফেলেছিআমাদের শুধু ঘোষণাটা বাকিদুই দেশের গোয়েন্দা সংস্থা একমত হতে পারলে ঘোষণাটা দেবআমরা লাশ এখনো উদ্ধার করতে পারিনিআমরা কিছু শুনেছি, আপনারা যা শুনেছেন, আমরা সেগুলোই শুনেছিলাশ উদ্ধার না করা পর্যন্ত অফিসিয়ালি আপনাদের কিছু বলতে পারছি নাএ বিষয়ে দুই দেশের গোয়েন্দা সংস্থা কাজ করছেমন্ত্রী বলেন, আনোয়ারুল আজীম, যিনি আমাদের ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্যওই বর্ডার (সীমান্ত) এলাকা সন্ত্রাসকবলিতসে এলাকারই তিনি সংসদ সদস্যকী কারণে হত্যাকাণ্ড হয়েছে, সে বিষয়ে নিশ্চিত না হয়ে আমাদের কিছুই বলা ঠিক হবে নাআমরা আগে নিশ্চিত হই, তারপর আপনাদের বিস্তারিত জানাবতিনি বলেন, একজন সংসদ সদস্যকে হত্যা করা হয়েছেবিষয়টি আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছিপ্রধানমন্ত্রীসহ সবাই গুরুত্ব দিয়ে দেখছেন বিষয়টিআশা করছি, খুব অল্প সময়ে আমরা আপনাদের কিছু জানাতে পারবতথ্যে উঠে এসেছে স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত থাকায় এ হত্যাকাণ্ড হয়েছেএ বিষয়ে আপনি কী মনে করেন, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি তো বলেছি, আমাদের কাছে যখন সুনির্দিষ্ট তথ্য আসবে, তখনই আপনাদের সবকিছু বলতে পারবআপনারা যেমন শুনেছেন, আমরাও তেমন শুনছি? এসব কথা বলার জন্য আগে আমাদের তথ্য পেতে হবেআমাদের কাছে এখনো সম্পূর্ণ কোনো তথ্য আসেনিসম্পূর্ণ তথ্য না এলে এ বিষয়ে কথা বলতে চাই নাতদন্তের আগে এসব বিষয়ে আমরা আলোকপাত করতে চাই নাযতটুকু তথ্যে তদন্ত বাধাগ্রস্ত হবে না, ততটুকুই আপনাদের বলেছি

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স