ঢাকা , বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ , ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সীমান্ত সুরক্ষা ও অবৈধ অভিবাসন রোধে ইইউর সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন দলের নিবন্ধনে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে জেন-জি আন্দোলনে উত্তাল দক্ষিণ এশিয়া আমেরিকাই কি ব্রিকসকে এগিয়ে দিচ্ছে? কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু রাজধানীতে অবৈধ ওয়াকিটকি ব্যবসায় জড়িত দু’জন গ্রেফতার চাটমোহরে ওএমএসের আটা না পেয়ে ফিরে যাচ্ছে মানুষ এস আলমের দুই ছেলেসহ ১০ জনের নামে মামলা ফরিদপুর-৪ আসনে ভাঙ্গার দু’ইউনিয়ন নিয়ে হাইকোর্টে রিট বাগেরহাটের ৪ আসন বহালের দাবিতে মিছিল দু’দিন হরতাল পুলিশের মিথ্যা তদন্ত প্রতিবেদনে ব্যবসায়ী মৃত্যুশয্যায় বেবিচকের কর্মকর্তার বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ বাজারে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া মা-নবজাতকের যত্নে পরিবর্তন আনছে স্বাস্থ্যশিক্ষা ১৩ ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের মৃত্যু পাট পণ্যের উপযোগিতাকে প্রাধান্য দিতে হবেÑ বাণিজ্য উপদেষ্টা গুণতে হবে বিপুল টাকা নির্বাচন বর্জনের ঘোষণা ভিপি প্রার্থী তাহমিনার ঢাবির কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন-নাছির

প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণ কথিত প্রেমিকসহ গ্রেফতার ৩

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ১০:৫১:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ১০:৫১:৫১ পূর্বাহ্ন
প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণ কথিত প্রেমিকসহ গ্রেফতার ৩
সাভারের আশুলিয়ায় প্রেমের সম্পর্ক গড়ে তুলে কৌশলে দোকানের ভেতর ডেকে নিয়ে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কথিত প্রেমিকসহ (১৬) তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়। এর আগে ভোরে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে কথিত প্রেমিক হলো আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুরেরের মোল্লাপাড়া এলাকার বাসিন্দা এক কিশোর (১৬)। সে ইয়ারপুর এলাকার একটি দোকানের কর্মচারী। অপর আসামিরা হলেন-ইয়ারপুরের তৈয়বপুরের হিন্দুপাড়া এলাকার মোকন্দ চন্দ্র দাসের ছেলে সমির দাস (২৫) ও তৈয়বপুর মধ্যপাড়া এলাকার আরেক কিশোর (১৭)। তৃতীয় আসামি ধর্ষণের সময় অন্য দুজনকে সহায়তা করেছিল বলে দাবি ওই কিশোরীর। পুলিশ জানায়, ভুক্তভোগী অষ্টম শ্রেণি পড়ুয়া ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে অভিযুক্ত কিশোর। এই সম্পর্কের সূত্র ধরে কিশোরীকে গত শুক্রবার রাত ১২টার দিকে ইয়ারপুরের শাহিন সাউন্ড সিস্টেম নামের একটি দোকানে ডেকে নিয়ে যায় তার প্রেমিক। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা সমিরকে সঙ্গে নিয়ে কথিত প্রেমিক ওই কিশোরীকে ধর্ষণ করে। ভোর ৪টার দিকে ভুক্তভোগীকে ছেড়ে দিলে সে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকেই গ্রেফতার করে। আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আসামিদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯(৩)/৩০ ধারায় মামলা দায়ের হয়েছে। গতকাল দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স