ঢাকা , রবিবার, ২৭ জুলাই ২০২৫ , ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
শিশু ও তরুণরা হয়ে উঠুক আগামী দিনের দেশপ্রেমিক-আইজিপি অন্তর্বর্তী সরকার মেরুদণ্ডহীন ও দুর্বল : নুর দগ্ধ আরও দুজনের মৃত্যু বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেল দগ্ধ দুই শিক্ষার্থী শ্রীপুরে শ্রমিকদের ১০ দফা দাবিতে ২ ঘন্টা মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মানসিক আঘাতগ্রস্তদের চিকিৎসার তদারকির জন্য কমিটি গঠন সাধারণ মানুষ জানেই না আনুপাতিক নির্বাচন পদ্ধতি কী : মির্জা ফখরুল সংস্কারে এগোলেও বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ কাটেনি চলতি সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা শহর-গ্রামাঞ্চলে বন্যা বিপর্যস্ত জনজীবন আধিপত্যে রক্তাক্ত পাহাড় নারায়ণগঞ্জে বৈধ কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন শুধু অভিযোজন নয় দরকার বিশ্বব্যাপী নির্গমন হ্রাস-পরিবেশ উপদেষ্টা সংলাপের নামে নাটক করছেন প্রধান উপদেষ্টা- কাজী মামুন খুলনায় ৬০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের ঘোষণা ঢাকায় বসবাসরত সাংবাদিকদের মধ্যে বন্ডিং তৈরি করতে হবে মসজিদ নির্মাণ নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি নিহত বাড়িঘরে ভাঙচুর-লুটপাট মাউশিতে বদলি বাণিজ্য ও ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি কেলেঙ্কারি তদন্ত শুরু সেঁওতি বাগানে টিএসআই রিসার্চ সেন্টারের উদ্বোধন শ্যামপুরে নিষিদ্ধ ছাত্রলীগের তিন সদস্য গ্রেফতার

প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণ কথিত প্রেমিকসহ গ্রেফতার ৩

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ১০:৫১:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ১০:৫১:৫১ পূর্বাহ্ন
প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণ কথিত প্রেমিকসহ গ্রেফতার ৩
সাভারের আশুলিয়ায় প্রেমের সম্পর্ক গড়ে তুলে কৌশলে দোকানের ভেতর ডেকে নিয়ে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কথিত প্রেমিকসহ (১৬) তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়। এর আগে ভোরে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে কথিত প্রেমিক হলো আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুরেরের মোল্লাপাড়া এলাকার বাসিন্দা এক কিশোর (১৬)। সে ইয়ারপুর এলাকার একটি দোকানের কর্মচারী। অপর আসামিরা হলেন-ইয়ারপুরের তৈয়বপুরের হিন্দুপাড়া এলাকার মোকন্দ চন্দ্র দাসের ছেলে সমির দাস (২৫) ও তৈয়বপুর মধ্যপাড়া এলাকার আরেক কিশোর (১৭)। তৃতীয় আসামি ধর্ষণের সময় অন্য দুজনকে সহায়তা করেছিল বলে দাবি ওই কিশোরীর। পুলিশ জানায়, ভুক্তভোগী অষ্টম শ্রেণি পড়ুয়া ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে অভিযুক্ত কিশোর। এই সম্পর্কের সূত্র ধরে কিশোরীকে গত শুক্রবার রাত ১২টার দিকে ইয়ারপুরের শাহিন সাউন্ড সিস্টেম নামের একটি দোকানে ডেকে নিয়ে যায় তার প্রেমিক। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা সমিরকে সঙ্গে নিয়ে কথিত প্রেমিক ওই কিশোরীকে ধর্ষণ করে। ভোর ৪টার দিকে ভুক্তভোগীকে ছেড়ে দিলে সে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকেই গ্রেফতার করে। আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আসামিদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯(৩)/৩০ ধারায় মামলা দায়ের হয়েছে। গতকাল দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সংস্কারে এগোলেও বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ কাটেনি

সংস্কারে এগোলেও বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ কাটেনি