ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নুরের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ- অ্যাটর্নি জেনারেল একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না সাত বছর পর চীন সফরে গেলেন নরেন্দ্র মোদি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর- তারেক রহমান অদৃশ্য অরাজকতায় ষড়যন্ত্রের আভাস পোরশায় সবজি বাজারে ঊর্ধ্বগতি, কিনতে ক্রেতাদের পকেট খালি ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করতে হবে গোমস্তাপুরে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন, তরুণদের অনুপ্রেরণা শরিফুল ইসলাম গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে-সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে ইসি রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা-তাহের আদালতের প্রতি ‘আস্থা’ নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী বিচার-সংস্কার নির্বাচনের মুখোমুখি গ্রহণযোগ্য নয়-সাকি তথ্য ক্যাডারে অসন্তোষ হতাশা সিনিয়রদের নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে-মির্জা ফখরুল আমরা পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না : পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বাঁকে বাঁকে মৃত্যুফাঁদ

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ০৯:৫২:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ০৯:৫২:৪০ অপরাহ্ন
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বাঁকে বাঁকে মৃত্যুফাঁদ
আমতলী (বরগুনা) প্রতিনিধি
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর শাখারিয়া থেকে বান্দ্রা পর্যন্ত ৩৭ কিলোমিটার সড়কের এই অংশে ১৭টি বাঁকে বাঁকে মৃত্যুর মিছিল চলছে। এ মিছিল যেন থামছেই না। প্রতিদিন এ মহাসড়কের কোন না কোন বাঁকে দুর্ঘটনা ঘটছে। প্রায়ই ভারি হয়ে ওঠে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ। সড়কের বাক ঘুরতে গিয়ে দুর্ঘটনা ঘটে বলে জানান চালকরা। কিন্তু দুর্ঘটনা ঠেকাতে সংশ্লিষ্ঠ বিভাগের উদ্যোগ নেই।
জানা গেছে, গত জানুয়ারী- জুন পর্যন্ত ছয় মাসে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর ৩৭ কিলোমিটার সড়কে শতাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। ওই সড়ক দুর্ঘটনায় ৪৫০ জন আহত এবং ১০ জন নিহত হয়েছে। আহতদের মধে্েয শতাধিক মানুষ পঙ্গুত্ব জীবন যাপন করছে। এ সকল পরিবারগুলো অর্থনৈতিকভাবে নি.স্ব হয়ে গেছে বলে জানান ভুক্তভোগী দেলোয়ার হাওলাদার। এর মধ্যে গত ২১ জুন মহাসড়কের কেওয়াবুনিয়া বাঁকে ইকরা লাক্সারী পরিবহন ইজিবাইককে চাপা দিলে একই পরিবারের শিশুসহ চারজন নিহত হয়।  দুমড়ে মুড়ছে গেছে অবৈধ ইজিবাইক। গত ১৩ জুলাই চুনাখালী সেতুতে হিমাদ্রী কুন্ডু নামের একজন মারা গেছে। শনিবার  সকালে মহিষকাটা বাঁক ঘুরতে গিয়ে হানিফ পরিবহন গাড়ী উল্টো সড়কের পাশে পড়ে যায়। এতে ৫ জন আহত হয়েছে। ১১ জুলাই আমতলীর ছুটিকাটা বাঁকে ইমরান পরিবহন, অটো রিক্সাওরা পিকআপের সংঘর্ষ হয়। ওইদিন রাতে মহিষকাটা বাঁকে ইউনিক ও লাবিবা পরিবহন মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহন খাদে পড়ে যায়। কিন্তু এ দুটি দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে কিন্তু কেউ মারা যায়নি।
গত পয়েলা জুলাই থেকে শনিবার পর্যন্ত ১৯ দিনে ১২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্েয দুইজন মারা গেছে। সড়কের বাঁক ঘুরতে গিয়ে এ দুর্ঘটনা হচ্ছে।পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার শাখারিয়া থেকে বান্দ্রা ৩৭ কিলোমিটার সড়কের শাখারিয়া, ব্রিকস ফিল্ড, কেওয়াবুনিয়া, মহিষকাটা, চুনাখালী, আমড়াগাছিয়া খানকা, ডাক্তার বাড়ী, ঘটখালী, তুলাতলী, একে স্কুল চৌরাস্তা, ছুরিকাটা, মানিকঝুড়ি, খুড়িয়ার খেয়াঘাট, খলিয়ান, কল্যাণপুর ও বান্দ্রা নামক ১৭ টি বাঁকে অহরহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতো দুর্ঘটনা রোধে সড়ক ও জনপথ বিভাগ দুর্ঘটনা কবলিত বাঁকে কার্যকর ব্যবস্থা নেয়নি। চালকরা বাঁক ঘুরতে গিয়ে দুর্ঘটনায় শিকার হচ্ছে। ২০২৪ সালে এ সকল বাঁকের মধ্যে পায়রা ফিলিং ষ্টেশন সংলগ্ন ও ছুরিকাটা বাঁকে  সড়ক ও জনপথ বিভাগ  সড়ক সিগনাল বাতি স্থাপন করেছিল কিন্তু অল্প দিনের মধ্যেইে নষ্ট হয়ে যায়। এরপর থেকে এক বছরের মধে্েয নষ্ট হয়ে গেছে। ওই  বাতি সংস্কারের কোন উদ্যোগ নেই।সরেজমিনে ঘুরে দেখাগেছে, সড়কের পায়রা ফিলিং স্টেশনের সামনে ও ছুরিকাটা নামক স্থানে সিগনাল লাইট রয়েছে। কিন্তু তার মধে্েয একটি অকেজো হয়ে গেছে। এ ছাড়া সড়কের আর কোথায় সিগনাল বাতি নেই। বাঁকে বাঁকে কিছু সিগনাল সাংকেতিক চিহৃ থাকলেও তা অস্পষ্ট। দুর থেকে গাড়ি চালকরা দেখতে পারছে না বলে জানান কয়েকজন চালক জাকির, রাসেল ও মজিবর।খুড়িয়ার খেয়াঘাট এলাকার আমিনুল ইসলাম বলেন, খুড়িয়ার খেয়াঘাটের বাঁকটি খুবই ঝুঁকিপূর্ণ। এ বাঁকটিতে কোন সাংকেতিক চিহ্ন নেই। প্রতিদিন এখানে ছোটখাটো দুর্ঘটনা ঘটেই থাকে। এ দুর্ঘটনা রোধে বাঁক সংস্কার করে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা প্রয়োজন।বিআরটিসি গাড়ী চালক রহমত আলী বলেন, সড়কের বাঁকে বাঁকে সিগনাল বাতি নেই। যাও আছে তা অকেজো। সিগনাল বাতি না থাকায় বাঁকে সড়ক দুর্ঘটনা বেশী ঘটে। তিনি আরো বলেন, পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বাঁকের শেষ নেই। কিন্তু দুইটি স্থানে সিগনাল বাতি রয়েছে তারও একটি নষ্ট। দ্রুত বাঁকে সিগনাল বাতি স্থাপন করে সড়ক দুর্ঘটনা রোধের দাবী জানিয়েছেন তিনি।বরগুনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাস বলেন, মহাসড়কের বাঁকগুলোর কয়েকটি স্থানে সিগনাল বাতি স্থাপন করা হয়েছে। কিছু বাকী আছে ওইস্থানগুলোতে বাতি স্থাপন করা হলে সমস্যা থাকবে না। তিনি আরও বলেন, মুছে যেতে চিহৃ গুলো পুন.নির্মাণ করা হবে।বাংলাদেশ নিরাপদ সড়ক আন্দোলন বরগুনা শাখার সভাপতি সোহেল তানভির  বলেন, অবশ্যই এসব ঝুঁকিপূর্ণ বাঁক চিহ্নিত করে সড়ক দুর্ঘটনা রোধে ব্যবস্থা নেয়ার দায়িত্ব সওজের। কিন্তু এ ক্ষেত্রে সড়ক ও মহাসড়কেরই সওজের উদাসীনতা পরিলক্ষিত হচ্ছে। ফলে প্রায়ই সড়কে প্রাণ ঝরছে। এতকিছুর পরও কর্তৃপক্ষের এমন উদাসীনতা দুঃখজনক।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য