ঢাকা , রবিবার, ২৭ জুলাই ২০২৫ , ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাজশাহীর সব উন্নয়ন কাজ বন্ধ করে দিলেন ঠিকাদাররা পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বাঁকে বাঁকে মৃত্যুফাঁদ ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি আরও ১৬৪ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ মহড়া শুরু বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৩ হাসপাতালে ৫০ জন পল্লী বিদ্যুতে মাঠ পর্যায়ে অস্থিরতা বাড়ছে গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে : আসক শিক্ষায় ব্যয়, হিমশিম খাচ্ছে পরিবার নাঙ্গলকোটে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ গুলিবিদ্ধ ১৫ আহত ১০ বন্ধের পথে লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা ডেমরায় চুরির অভিযোগে গণপিটুনিতে তরুণ নিহত, গ্রেফতার ১ বরিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ দোকান পুড়ে ছাই বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত একজনের মরদেহ ভারতের হাসপাতালে আমতলীতে জুলাই পূর্ণ জাগরণ সমাজ গঠনে সেবা মেলা ও লাখো কন্ঠে শপথ পাঠ উদযাপিত স্বাগত জানাতে শাহজালালে ২ জনের বেশি যেতে পারবে না দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬২০ নির্বাচন যত দেরি হবে সরকার নানান প্রশ্নের মুখে পড়বে-গয়েশ্বর আ’লীগের কার্যালয় ‘ফ্যাসিজম ও গণহত্যা ইনস্টিটিউট’ ইঞ্জিন বিকল হয়ে সাগরে ৫ দিন ১৪ জেলে উদ্ধার বাংলাদেশিদের বিদেশ যাত্রা সীমিত হয়ে আসছে

আ’লীগের কার্যালয় ‘ফ্যাসিজম ও গণহত্যা ইনস্টিটিউট’

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ০২:৪৭:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ০২:৪৭:৪৩ অপরাহ্ন
আ’লীগের কার্যালয় ‘ফ্যাসিজম ও গণহত্যা ইনস্টিটিউট’
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এতদিন ‘জুলাইযোদ্ধার প্রধান কার্যালয়’ ব্যানার টানানো ছিল। এবার সেখানে টানানো হয়েছে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ নামে দুটি ব্যানার। পাশাপাশি চলছে পরিষ্কার করার কাজও। এর আগে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রায় এক বছর ধরে দখল করে রেখেছে একটি চক্র। গতকাল শুক্রবার থেকে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ নামে দুটি ব্যানার টাঙিয়ে ভবনটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু করেছে তারা। ১০ তলা এই ভবনের পরিষ্কারের কাজ চলেছে।
আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ নামের ব্যানার টাঙানোর বিষয়ে জানতে চাইলে সেখানে অবস্থানরত ব্যক্তিরা সাংবাদিকদের বলেন, পুরো ভবনটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা যুক্ত ছিলেন, তাদের হাতে তুলে দেওয়া হবে। এ ভবনে গত বছরের জুলাই-আগস্টের অভ্যুত্থানে আহত ব্যক্তিদের অফিস, শহীদ পরিবারের অফিস করা হবে।
নতুন ব্যানার টানানোর বিষয়ে পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ করা ব্যক্তিরা বলেন, পুরো ভবনটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্তদের হাতে তুলে দেওয়া হবে। এই ভবনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের জন্য অফিস করা হবে। তবে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ নামের প্রতিষ্ঠানটির বিষয়ে তারা কিছু বলতে রাজি হননি। তারা বলেন, পুরো ভবনের কোন তলায় কী হবে, তা ছাত্র-জনতা ঠিক করবে।
এদিকে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামের এ প্রতিষ্ঠান কে তৈরি করেছে, এর সঙ্গে কারা যুক্ত, কীভাবে এই নাম এসেছে সেসব প্রশ্নেও কিছু বলতে রাজি হননি তাদের কেউ। গুলিস্তান এলাকায় ১০তলা বিশিষ্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি ২০১৮ সালের ২৩ জুন উদ্বোধন করেছিলেন দলের সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ কোটি টাকা ব্যয়ে সেখানে দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করা হয়েছিল। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভবনটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এরপর আগস্ট মাসজুড়ে চলে লুটপাট। তখন থেকে এ ভবন অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স