ঢাকা , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জন্মদিন উদযাপন করে সমালোচনার মুখে পড়লেন ইয়ামাল বিশ্বকাপজয়ী আলমাদাকে দলে ভেড়াচ্ছে অ্যাতলেতিকো মাদ্রিদ ভুটানের সাথে জয় পেলো বাংলাদেশ ৪৩ বছর বয়সে ‘দ্য হান্ড্রেডে’ অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের শাস্তির সম্মুখীন হলেন স্টোকসরা বড় সাকিবের প্রত্যাশা; ছোট সাকিবও হবে অলরাউন্ডার ঢাকায় পৌঁছালো পাকিস্তান দল টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বড় লাফ দিলো রিশাদ বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় মোট ১৪ এনবিআর কর্মকর্তা বরখাস্ত শতকোটি টাকা ব্যয়ে হচ্ছে গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর জুলাইয়ের চেতনায় একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টার রাজনৈতিক অস্থিরতার প্রভাব শেয়ারবাজারে ইসিতে ৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও বাছাইয়ে ফেল এনসিপি যৌক্তিক শুল্ক প্রত্যাশা বাংলাদেশের ১৫ টাকা দরে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার-খাদ্য উপদেষ্টা ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্ট চুক্তি রিভিউ হবে-অর্থ উপদেষ্টা এ বছরের শেষ নাগাদ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চূড়ান্ত সুখবর-পরিবেশ উপদেষ্টা পঞ্চদশ সংশোধনীতে হাসিনা ক্ষমতা চিরস্থায়ী করার চেষ্টা করেছিলেন : বদিউল আলম মজুমদার নিবন্ধন চাওয়া ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫

মেক্সিকোতে নির্বাচনী প্রচারণার সময় স্টেজ ভেঙে হতাহত ৫৯

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৪ ০১:০৪:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৪ ০১:০৪:২৬ অপরাহ্ন
মেক্সিকোতে নির্বাচনী প্রচারণার সময় স্টেজ ভেঙে হতাহত ৫৯ মেক্সিকোতে নির্বাচনী প্রচারণার সময় স্টেজ ভেঙে হতাহত ৫৯
জনতা ডেস্ক
মেক্সিকোতে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় একটি স্টেজ ভেঙে পড়ার ঘটনায় ৯ জন নিহত হয়েছেএর মধ্যে এক শিশুও রয়েছেএ ছাড়া আহত হয়েছে আরও কমপক্ষে ৫০ জনবেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছেদেশটির উত্তরাঞ্চলীয় নুয়েভো লিওন রাজ্যে প্রেসিডেন্ট প্রার্থী জর্জ আলভারেজ মেইনেজের নির্বাচনী প্রচারণার সময় স্থানীয় সময় বুধবার ওই দুর্ঘটনা ঘটেছেখবর বিবিসির
সামাজিক মাধ্যমে এক পোস্টে গভর্নর গার্সিয়া লিখেছেন, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৯ জনে দাঁড়িয়েছেএর মধ্যে আটজন প্রাপ্তবয়স্ক এবং একটি শিশুও রয়েছেসান পেদ্রো গার্জা গারসিয়া শহরে ঘটনাস্থল থেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই ঘটনাকে একটি বড় ধরনের ট্র্যাজেডি বলে উল্লেখ করেছেনদেশটির বর্তমান প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাদর এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেনমনটেরেইয়ের কাছে সান পেদ্রো গারজা গারসিয়া শহরের কাছে নির্বাচনী প্রচারণার সময় ভাষণ দিচ্ছিলেন কেন্দ্রীয়-বামপন্থি প্রেসিডেন্ট প্রার্থী জর্জ আলভারেজ মেইনেজসে সময়ই স্টেজ ভেঙে পড়েহঠাৎ করেই ঝোড়ো বাতাসের কারণে স্টিজ ভেঙে পড়ে বলে সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন মেইনেজভেঙে পড়ার সময় অনেকেই স্টেজের ওপর অবস্থান করছিলেনইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ওই ঘটনার বেশ কিছু ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছেএতে দেখা গেছে, সমর্থকদের উদ্দেশে হাত নাড়ছেন মেইনেজএরপরেই দৌঁড়ে তাকে সেখান থেকে সরে যেতে দেখা যায়এদিকে ওই এলাকায় ঝোড়ো বাতাস এবং বজ্রপাতের কারণে লোকজনকে বাড়িতেই অবস্থার করার নির্দেশ দিয়েছেন রাজ্যের গভর্নর স্যামুয়েল গার্সিয়াসামাজিক মাধ্যমে পোস্টে করা এক বার্তায় তিনি বলেন, ঝোড়ো হাওয়ার কারণে যদি সম্ভব হয় তবে আপনারা বাড়ির বাইরে বের হবেন নাজর্জ আলভারেজ মেইনেজ সিটিজেনস মুভমেন্ট পার্টি থেকে প্রেসিডেন্ট পদের জন্য লড়ছেনতিনি জানিয়েছেন, ওই দুর্ঘটনায় তিনি অক্ষত আছেনতবে তার দলের বেশ কয়েকজন সদস্য জখম হয়েছেনমেডিকেল টিমগুলোকে ঘটনাস্থল থেকে মরদেহ সরিয়ে নিতে দেখা গেছেএর আগে মেক্সিকোর আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাতের বিষয়ে সতর্ক করেছেঘণ্টায় সর্বোচ্চ ৭০ কিলোমিটার (৪৩ মাইল) বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়এ ছাড়া নুয়েভো লিওন এবং উত্তরাঞ্চলের আরও কিছু রাজ্যে টর্নেডো আঘাত হানতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য