ঢাকা , বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ , ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গুণতে হবে বিপুল টাকা নির্বাচন বর্জনের ঘোষণা ভিপি প্রার্থী তাহমিনার ঢাবির কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন-নাছির শান্তিপূর্ণভাবে ডাকসু নির্বাচন সম্পন্ন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, দিনভর আলোচনা নানা ঘটনা নেপালে বিক্ষোভ-প্রাণহানির জেরে প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাতকে আওয়ামী লীগ নেতা হাজী বুলবুল গ্রেফতার রাণীশংকৈল উপজেলা কৃষকদল সভাপতিকে প্রাণনাশের হুমকি নলছিটিতে এনটিভি ও কালেরকন্ঠের সাংবাদিক কে এম সবুজের ওপর সন্ত্রাসী হামলা পঞ্চগড়ে গির্জা নিরাশি মিশনের ফাদার আন্তনি সেনের বিরুদ্ধে নানা অভিযোগ সরাইলে মৃত্যুর ১০ বছর পর নির্মাণ হচ্ছে কথিত পীরের মাজার বরিশালের দুইটি আসনে বাসদের প্রার্থী ঘোষণা বনবিভাগের নিয়মিত অভিযানে সুন্দরবন অভায়ারণ্য এলাকা থেকে ৪ জেলে আটক মধ্যরাতে স্বামীর সামনে স্ত্রীকে উত্যক্ত সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক গাংনীতে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দশমিনায় শেষ মুহূর্তে আমন রোপণে ব্যস্ত চাষিরা ফরিদপুরের ভাঙ্গায় প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে হিটস্ট্রোকে প্রাণ হারালেন দোকান ব্যবসায়ী দক্ষিন অঞ্চলের ২১ জেলার সাথে যোগাযোগ বন্ধ মৃত্যুর ভয়ে গ্রাম ছাড়া এক হিন্দু পরিবার

পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরলেন শাহিন আফ্রিদি

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৮:০১:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৮:০১:২৩ অপরাহ্ন
পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরলেন শাহিন আফ্রিদি
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চার মাস পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন পেসার শাহিন শাহ আফ্রিদি। তবে যথারীতি সংক্ষিপ্ত ফরম্যাটের স্কোয়াডের বাইরেই রয়েছেন দলের দুই সিনিয়র ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। প্রত্যাশিতভাবেই টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন সালমান আলি আগা। অভিজ্ঞ পেসার হারিস রউফ ও হাসান আলিকেও টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ২০ ওভারের ফরম্যাটে বর্তমান পাকিস্তানের পরিচিত মুখ সাইম আয়ুব, ফখর জামান, হাসান নওয়াজ, সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নওয়াজ স্কোয়াডে রয়েছেন। বাংলাদেশের বিপক্ষে ভালো পারফর্ম করলেও সালমান মির্জা এবং আহমেদ দানিয়ালকে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত ফরম্যাটে না থাকলেও বরাবরের মতোই ওয়ানডে অধিনায়ক হিসেবে স্কোয়াডে আছেন মোহাম্মদ রিজওয়ান। এছাড়া অভিজ্ঞ ব্যাটার বাবর, আব্দ্লুাহ শফিক ও অভিজ্ঞ পেসার নাসিম শাহও কেবল ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন। আগামী ১ আগস্ট তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে পাকিস্তান দলের ওয়েস্ট ইন্ডিজ সফর। সবগুলো টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ফ্লোরিডায়। এরপর সফরের বাকি অংশ ত্রিনিদাদে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের মাধ্যমে সম্পন্ন করবে দুই দল।
 
পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড-
সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আয়ুব, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।
 
পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড-
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলি, হাসান নওয়াজ, হুসাইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, সাইম আয়ুব, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স