ভোটার তালিকা থেকে সারা বছর মৃত ভোটার বাদ দেওয়ার ক্ষমতা চেয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা। বর্তমানে শুধু হালনাগাদ কার্যক্রমের সময়ই এই কাজ করা যায়। সম্প্রতি নির্বাচন কমিশনের মাসিক সমন্বয় সভায় এ প্রস্তাব দেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। তার সঙ্গে খুলনা, ফরিদপুর ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারাও একমত পোষণ করেন।
সভায় রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তা জানান, মৃত ভোটারদের নাম শুধুমাত্র ভোটার হালনাগাদের সময় তালিকা থেকে বাদ দেওয়া হয়ে থাকে। তবে এই কার্যক্রম বছরজুড়ে চালু রাখার প্রয়োজন রয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের অনুমোদন নিয়ে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়ার প্রস্তাব করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
