ঢাকা , সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ , ৩০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বুড়িগঙ্গা যেন ঢাকার ডাস্টবিন রাজনৈতিক হয়রানিমূলক ৭১৮৪ মামলা প্রত্যাহারের সুপারিশ সৌদি আরবে নথিপত্র না থাকায় অবরুদ্ধ বাংলাদেশি কর্মীরা বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে সংস্কার এগিয়ে নেয়ার তাগিদ বিশেষায়িত বাণিজ্যিক আদালত তৈরির প্রাথমিক কাজ সম্পন্ন-প্রধান বিচারপতি ঐকমত্য কমিশনের সঙ্গে জাসদের আলোচনা বিচার বিভাগের প্রয়োজনীয় সব সংস্কার করা হবে-আইন উপদেষ্টা গাজীপুরে বাটা শোরুমে লুটপাট যৌতুক বন্ধে ইমাম-খতিবরা ভূমিকা রাখুন-ধর্ম উপদেষ্টা মার্চে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২৩৩ রিমান্ড শেষে কারাগারে তুরিন আফরোজ মেঘনা আলমের মুক্তি ও বিশেষ ক্ষমতা আইন বাতিলের দাবি মারধরের ভয়ে স্ত্রীর লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে থানায় স্বামী চট্টগ্রামে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ১ মোহাম্মদপুর থেকে দুই ডাকাত গ্রেফতার : র‌্যাব চাঁদপুরের সন্ত্রাসী ভূমিদস্যু হান্নান বাহিনীর হামলার ঘটনায় মামলা নেয়নি পুলিশ ত্রাণ সামগ্রী নিয়ে ইয়াঙ্গুনে নৌবাহিনীর জাহাজ বোরকা না পরায় নারী ইউএনওকে কার্যালয় থেকে বের করে দেয়ার নিন্দা দেশে ফিরলেন সেনাপ্রধান

গাজীপুরে দ্বিতীয় স্ত্রীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারা স্বামী গ্রেফতার

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৪ ১২:৫৭:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৪ ১২:৫৭:০৮ অপরাহ্ন
গাজীপুরে দ্বিতীয় স্ত্রীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারা স্বামী গ্রেফতার গাজীপুরে দ্বিতীয় স্ত্রীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারা স্বামী গ্রেফতার
গাজীপুর প্রতিনিধি
দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় দ্বিতীয় স্ত্রীকে পেট্রোল দিয়ে নৃশংসভাবে পুড়িয়ে মারা স্বামীকে গ্রেফতার করেছে র‌্যাবগত মঙ্গলবার রাতে  বাসন থানার নাওজোড় এলাকা থেকে স্বামী মিজানুর রহমান সুমনকে (২৮) গ্রেফতার করা হয়।  সুমন কুমিল্লা জেলার মুরাদনগর থানা সদরের মফিজুল ইসলামের ছেলেতিনি ঢাকার তুরাগ থানার রানাভোলা এলাকায় প্রথম স্ত্রী ও একই এলাকার নয়াপাড়ায় দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন
জানা যায়, সুমন তার প্রথম স্ত্রী শিমু ও দেড় বছরের শিশু সন্তানকে নিয়ে রানাভোলায় থাকতেনদুই বছর আগে গোপনে বিলকিস (২৬) নামে আরেক নারীকে বিয়ে করে একই এলাকার নয়াপাড়ায় থাকতেনসুমনের বরাত দিয়ে র‌্যাব জানায়, দীর্ঘদিন যাবত দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সুমনের বনিবনা হচ্ছিল নাএরপর গত ১৯ মে সুমন গাড়ি করে বিলকিসকে নিয়ে ঘুরতে যায়ওইদিন বিকেল ৪টার দিকে সে কালিগঞ্জ থানার পূর্বাচলের ২৪ নম্বর সেক্টরে জঙ্গলের কাছে যায়এরপর গাড়ি থেকে পেট্রোলভর্তি বোতল নিয়ে বিলকিসের গায়ে নিক্ষেপ করেএরপর দিয়াশলাইয়ের জলন্ত শলা দিয়ে আগুন ধরিয়ে দ্রুত চলে যায় সুমনপথচারীরা বিলকিসের চিৎকার শুনে বিলকিসকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে  নিয়ে যায়পরে অবস্থার অবনতি হলে শেখ হাসিনা বার্ণ ইউনিটে নেয়া হয়সেখানে চিকিৎসাধীন অবস্থানয় গত ২০ মে সকাল ৯টায় বিলকিস মারা যায়এই ঘটনায় কালিগঞ্জ থানায় মামলা হয়র‌্যাব মামলার ছায়া তদন্ত করতে গিয়ে রাতে বাসন থানার নাওজোড় এলাকা থেকে সুমনকে গ্রেফতার করের‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মো. মিজানুর রহমান এই সংবাদ নিশ্চিত করেনআসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য