ঢাকা , শনিবার, ২৬ জুলাই ২০২৫ , ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স, ইসরায়েলের তীব্র ক্ষোভ ভারতে স্কুল ভবন ধসে প্রাণ গেল ৭ শিশুর ইরানের বিরুদ্ধে দ্বিতীয় দফায় যুদ্ধের প্রস্তুতি ইসরায়েলের ভারতের কোচ হওয়ার স্বপ্ন ভাঙল জাভির সান্তোস ছাড়ার ইঙ্গিত দিলেন নেইমার! বার্নাব্যু ছাড়তে নারাজ এনদ্রিক আট বছর পর টেস্টে ৫ উইকেট শিকার স্টোকসের আট বছর পর টেস্টে ৫ উইকেট শিকার স্টোকসের পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরলেন শাহিন আফ্রিদি শেষ ম্যাচে জয় পাওয়ার পরেও উইকেটের উপর ক্ষোভ সালমানের সাইফউদ্দিনের পারফরম্যান্সে খুশি লিটন বিশ্বকাপই লিটনের মূল লক্ষ্য খায়রুল হকের হঠকারী রায়ে গুম, খুনের লাইসেন্স পেয়েছিল রাজনৈতিক মাফিয়ারা খায়রুল হককে গ্রেফতারে অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানালেন ফখরুল সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেফতার অন্তর্বর্তী সরকারের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে সন্দেহ রয়েছে-নুর দুই শর্তে ৫৪ ধারায় গ্রেফতার করা যাবে-আসিফ নজরুল সারা বছর মৃত ভোটার বাদ দেওয়ার ক্ষমতা চান ইসি কর্মকর্তারা একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ মাইলস্টোনে হেল্প ডেস্ক স্থাপন, নিখোঁজদের তথ্য সংগ্রহ চলছে

সভা শেষে যা জানালেন এসিসি সভাপতি

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৮:৪৪:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৮:৪৪:১৯ অপরাহ্ন
সভা শেষে যা জানালেন এসিসি সভাপতি

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) এজিএম নিয়ে হঠাৎই ধোঁয়াশা তৈরি হয়েছিল। প্রশ্ন উঠেছিল, এই সভা যথাসময়ে ঢাকায় হবে কি না? কেননা, ঢাকায় এসিসির সভা হলে তাতে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত, শ্রীলঙ্কা আর আফগানিস্তানের ক্রিকেট বোর্ড। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আগের থেকেই জোর দিয়ে বলে আসছিলেন যে, এসিসির বার্ষিক সভা ২৩ ও ২৪ জুলাই যথাসময়েই ঢাকায় হবে। শুরুতে অংশ নিতে না চাইলেও শেষ পর্যন্ত ভারত, আফগানিস্তান ও শ্রীলঙ্কা সবাই অংশ নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আজকের নির্ধারিত সভায়। রাজধানী ঢাকার অভিজাত পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় শুরু হয়ে বিকেলের আগেই শেষ হয়েছে এসিসির বার্ষিক সাধারণ সভা। সভায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ২৫ সদস্য দেশই অংশ নিয়েছে। তবে ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তারা সশরীরে নয়, অনলাইনে অংশ নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এসিসির বার্ষিক সভা শেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন রেজা নাকভি ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কথা বলেন। তাদের বক্তব্যে পরিষ্কার, এশিয়া কাপ নিয়ে যে সংশয় ছিল, তা কেটে গেছে। ভারত হচ্ছে এবারের এশিয়া কাপের স্বাগতিক। এখন খেলা কি ভারতে হবে, নাকি অন্য কোনো দেশে? তা চূড়ান্ত হয়নি। সেটা বিসিসিআই জানাবে। নাকভি এসিসি মিটিং আয়োজনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডপ্রধান আমিনুল ইসলাম বুলবুলের কার্যকর ও ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, এজিএম মিটিং খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। এসিসিতে আমাদের ২৫ জন সদস্য আছেন এবং ২৫ জন সদস্যই এই মিটিংয়ে অংশগ্রহণ করেন।’ সশরীরে ও ভার্চুয়ালি অংশ নেওয়া সব দেশের ক্রিকেট বোর্ডের প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে এসিসি প্রধান বলেন, ‘আমি এখানে আগত সকল সদস্যকে এবং যারা ভার্চুয়ালি এই মিটিংয়ে অংশ নিয়েছেন তাদের ধন্যবাদ জানাই। বিশেষভাবে আমিনুল ইসলাম ভাইকে তার আতিথেয়তার জন্য এবং বিসিবিকে তাদের অসাধারণ আয়োজনের জন্য ধন্যবাদ জানাতে চাই। আমরা ক্রিকেটের উন্নতির জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সংস্থায় কোনো রাজনীতি চাই না।’

 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স