ঢাকা , মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫ , ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ভয়াবহ সহিংসতায় নিহত ২০ খেলাপি ঋণের অর্ধেকই উৎপাদনমুখী শিল্পে তিন বছরে দেশে স্বর্ণের দাম বেড়েছে ৯৫৫৫১ টাকা ডেঙ্গুতে দু’জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭৩ কুমিল্লায় ভাড়া বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার প্রযুক্তিনির্ভর বন নজরদারিতে যাচ্ছে বাংলাদেশ- পরিবেশ উপদেষ্টা জয়পুরহাটে ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ আরও এক হত্যা মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম বরিশালে ৩৩ বছর আগে ডুবে যাওয়া বিদেশি জাহাজ উদ্ধার রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ বিআরটিএ অফিসে দালাল চক্রের কাছে গ্রাহকরা জিম্মি রুয়েটে ক্লাস করতে যাওয়া ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ এনআইডি সংশোধনের জটিল আবেদন শুনানি ব্যতীত সিদ্ধান্ত নয় কেন্দ্রীয় শহীদ মিনারে বদরুদ্দীন উমরকে শেষ শ্রদ্ধা জলবায়ু মোকাবিলায় সচেতনতা গড়ে তুলতে হবে- অর্থ উপদেষ্টা প্রাতিষ্ঠানিক কর্মসংস্থানে পিছিয়ে রয়েছে মাদ্রাসা শিক্ষার্থীরা আজ উৎসব ও শঙ্কার ডাকসু নির্বাচন নির্বাচনে নিরাপত্তা দেওয়া পুলিশের জন্য ঐতিহাসিক পরীক্ষা : আইজিপি আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে-স্বরাষ্ট্র উপদেষ্টা

ট্রাকের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাস চুরমার স্বামী-স্ত্রীসহ ৮ জনের মৃত্যু

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০২:৪১:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০২:৪১:১৬ অপরাহ্ন
ট্রাকের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাস চুরমার স্বামী-স্ত্রীসহ ৮ জনের মৃত্যু
অমর ডি কস্তা, নাটোর নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ সকল যাত্রী মারা গেছে। মোট নিহতের সংখ্যা ৮। এদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের নিকট আত্মীয়স্বজন রয়েছে। নিহতদের মধ্যে ৬ জন হলেন নারী এবং ২ জন পুরুষ। নিহত ৮ জন পরস্পর আ্ত্মীয়স্বজন হলেও তারা পৃথক ৭ পরিবারের সদস্য। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল উপজেলার মহাসড়ক বড়াইগ্রাম ইউনিয়নাধীন রয়না তরমুজ পেট্রোল পাম্প এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-কুষ্টিয়া জেলার দৌলতপুরের ধর্মদহ গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম (৬২) ও তার স্ত্রী শেলী বেগম (৫৬), একই গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম (৬০) ও মিজানুর রহমানের স্ত্রী আনোয়ারা খাতুন (৭০), পার্শ^বর্তী প্রাগপুর গ্রামের রফেজ চৌধুরীর স্ত্রী ইতি খাতুন (৪০) ও গোলারডাল গ্রামের শুক্কুর আলীর স্ত্রী সীমা বেগম (৪২), মেহেরপুরের গাংনী বেতবাড়ী গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৭০) এবং মাইক্রোবাসের চালক দৌলতপুর এলাকার শাহাবউদ্দিন (৪০)। নিহত পরিবারের লোকজন জানায়, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নন্দিরামধু গ্রামে অসুস্থ আত্মীয়কে দেখার জন্য সকাল সাড়ে ৬টার দিকে তারা মাইক্রোবাসযোগে রওনা দেয়। পথিমধ্যে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে সকলেরই মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার সময় বিকট শব্দ হয়। আশপাশের মানুষ ছুটে এসে দেখে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। কাছে গিয়ে দুই জনের লাশ বের করতে পারলেও অন্যদের বের করা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে বনপাড়া ও গুরুদাসপুর ফায়ার সার্ভিস ও বনপাড়া হাইওয়ে থানা পুলিশ মাইক্রোবাসের বডি কেটে আরও ৩টি লাশ উদ্ধার করে। এসময় জীবিত উদ্ধার করা হয় চালকসহ ৩ জনকে। যাদের একজন বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানেই তার মৃত্যু হয়। চালকসহ অপর এক নারীর অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সকালে সংঘটিত এই মর্মান্তিক দুর্ঘটনার কারণে ও ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতার কারণে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ঘটনাস্থলের দু’পাশে কয়েকশ যান আটকা পড়ে যায় এবং এক ঘণ্টা পরে তা স্বাভাবিক হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। এদিকে দুপুরে বনপাড়া হাইওয়ে থানা থেকে ৮ মৃতদেহ নিতে এসে কান্নায় আকাশ-বাতাস ভারী করে তোলে নিহত সাত পরিবারের প্রায় অর্ধশত স্বজনরা। অনেকেই শোকে জ্ঞান হারাতে দেখা গেছে। কান্না ও বিলাপে অসুস্থ হয়ে পড়া স্বজনদের সেবা ও বিশ্রামের জন্য হাইওয়ে থানা পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করতে দেখা গেছে। বড়াইগ্রাম হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, ওভারটেক করতে গিয়ে লেন অতিক্রম করায় এই সংঘর্ষ ঘটে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত সকল ব্যবস্থা চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য